সেরার পুরস্কার পেলো নুহাশের ‘মশারি’

ঠিকানা অনলাইন : আবারো পুরস্কার জিতেছে নুহাশ হুমায়ূন পরিচালিত ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। এবার ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে’ শ্রেষ্ঠ ভৌতিক পুরস্কার জিতেছে এ চলচ্চিত্রটি। নির্মাতা নুহাশ হুমায়ূন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। পোস্টে নুহাশ হুমায়ূন লেখেন, অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’ শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।

ঠিকানা/এসআর