ঠিকানা ডেস্ক : বিপজ্জনক জায়গায় সেলফি তুলতে গিয়ে গত ছয় বছরে বিশ্বে ২৫৯ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায় বা উঁচু জায়গা থেকে নিচে পড়ে মারা গেছেন। এ ছাড়া বন্যপ্রাণীর আক্রমণে, বিদ্যুৎস্পর্শ হয়ে বা আগুনে পুড়েও নিহতের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা যায়, সেলফি-সংশ্লিষ্ট কারণে মৃত্যুর ঘটনা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে সবচেয়ে বেশি। এসব ঘটনায় মৃতদের মধ্যে ৭২৫ শতাংশই পুরুষ। বিশ্বজুড়ে এ ধরনের মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে।
- বিজ্ঞাপন -