প্রেম করছি তবে বিয়ে পরিবারের সিদ্ধান্তে করব। পরিবার থেকে যখন চাইবে তখন বিয়ের সাজে সাজবো-এভাবে নিজের বিয়ে প্রসঙ্গে বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। কার সঙ্গে প্রেম করছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, সে অন্য পেশার মানুষ। তবে একটা সময় শখের বসে মাঝে মধ্যে সেও মিডিয়াতে কাজ করতো। তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। সত্যি বলতে, ব্যক্তিগত বিষয়গুলো আমি প্রকাশ করতে চাই না। এ ছাড়া বিয়ে যখন করব তখন সবাই জানবে। বিয়ে কেউ চাইলেই করতে পারে না।
যতক্ষণ সৃষ্টিকর্তা না চাইবেন। নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে দুই বাংলার শিল্পীদের নিয়ে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ শিরোনামের একটি নাচের রিয়েলিটি শো। এতে ঈশানাও অংশ নিচ্ছেন। প্রায় দুই বছর আগে কলকাতায় অনুষ্ঠানটির শুটিং করেন এই অভিনেত্রী। ঈশানা বলেন, অনুষ্ঠানটির জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কারণ এতে দুই বাংলার যারা অংশ নিয়েছেন প্রত্যেকেই অনেক ভালো। সেই কারণে প্রতিযোগিতাটা বেশ কঠিন ছিল বলতে পারি। তবে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। অনুষ্ঠানটি প্রচারে আসার পর দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের আরো বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের টিভি চ্যানেলগুলো ইচ্ছে করলেই গতানুগতিকের বাইরে এমন নতুন নতুন অনুষ্ঠানের উদ্যোগ নিতে পারে। দর্শক সব সময় নতুন কিছু দেখেতে চায়। এ দিকে এই অভিনেত্রী এখন ব্যস্ত সময় পার করছেন টিভি নাটকে। একক ও ধারাবাহিক দুটোতেই সমানতালে অভিনয় করছেন তিনি। সম্প্রতি নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে তার অভিনীত ‘এক পা দুপা’ শিরোনামের একিটি ধারাবাহিক। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, মামনুন হাসান ইমন, সুমাইয়া শিমু, ইমিসহ আরও অনেকে। এ ছাড়া তার হাতে আরো রয়েছে সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ও ‘নিউটনের তৃতীয় সূত্র’।