

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আফজাল করিমকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ। এ উপলক্ষে গত ১৯ মে শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা হলেও অনুষ্ঠানটি পরিণত হয় মতবিনিময় সভায়। সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম। সম্মিলিত বরিশাল বিভাগের সভাপতি এম এ সালাম আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল লস্করের সার্বিক পরিচালনায় অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সিডিপ্যাপের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সেরি ইসমত জাহান, সংগঠনের উপদেষ্টা এনায়েত সরদার, জেবিবিএ একাংশের সভাপতি গিয়াস আহমেদ, আরেক অংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, ব্যাংকে আমানতকারীদের কোন ভয় নেই। তাদের টাকা সুরক্ষিত আছে। গ্রাহক চাইলে যে কোন সময় তাদের টাকা তুলে নিতে পারবেন। তিনি বলেন, যারা এই গুজব ছড়িয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। দেশ এগিয়ে যায়। প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি।
অনুষ্ঠানে মো. আফজাল করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল।