সোফিয়া নেই, তবু মেলায় শিক্ষার্থীদের ভিড়

চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক বার্ষিক ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ মেলার দ্বিতীয় দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ঘুরতে আসে অনেক শিক্ষার্থী।বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে দেখা যায়, প্রায় সকল স্টলে ভিড় জমিয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজে থেকে শিক্ষকদের তত্ত্বাবধানে টিম নিয়ে অংশ নেওয়া হয়েছে মেলায়।
.
অধিকাংশ শিক্ষার্থীর ধারণা ছিলো, আজ তারা রোবট সোফিয়ার দেখা পাবে। কিন্তু সেই আশা সফল হলো না তাদের। তবুও মেলা প্রাঙ্গনে কেউ থেমে নেই। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছে শিক্ষার্থীরা।
তথ্য প্রযুক্তি (আইটি) খাতে সম্ভাবনার দুয়ার খোলার লক্ষ্যে এ অনুষ্ঠানে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন বিষয়ক ধারণা নিতে তারা ব্যস্ত রেখেছে নিজেদের।
ঢাকা মহিলা পলিটেকনিক থেকে এসেছে প্রায় ৫০ জন শিক্ষার্থীর টিম – এমনটা জানান প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নুসরাত জাহান।
মেলায় আসা সম্পর্কে নুসরাত পরিবর্তন ডটকমকে বলেন, সোফিয়াকে দেখতে এসেছিলাম। কিন্তু সে তো চলে গেছে। এখন নানা স্টল ঘুরে দেখছি।

পাশে থাকা একই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, অনেক কম্পিউটার দেখলাম, হার্ডডিক্স, সফটওয়্যার দেখলাম। স্টল ঘুরের নতুন কিছু দেখলে প্রশ্ন করি। জানার চেষ্টা করছি।
তিনি বলেন, নতুন কোনো অ্যাপ আসছে কিনা তার খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
তবে শিক্ষার্থীর দল কলেজে ফিরে গেলে অন্য একটা দল মেলায় আসবে। এভাবে প্রতিষ্ঠানের সবাই মেলা প্রাঙ্গনে আসবে – এমনটা জানায় শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসেছে ৫০ জন শিক্ষার্থীর একটি দল। তাদের মধ্যে একজন অরিন ইসলাম।
সে জানায়, ভিন্ন ধরনের এই আয়োজন দেখার জন্য শিক্ষকরা এখানে নিয়ে এসেছেন।
মেলায় এসে কি বিষয়ে জানতে চাও? জবাবে এই শিক্ষার্থী বলে, নতুন কোনো গেইম এসেছে কিনা তার খোঁজ নিবো।

পাশে থাকা একই শিক্ষা প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী আফতাবুল আলম তাবিথ জানায়, নতুন কোনো সফটওয়্যার এসেছে কিনা তার খোঁজ নেবে সে।
লালমাটিয়া মহিলা কলেজ, ধানমন্ডি গার্লস স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি মেলায় দেখা যায়।
আগামীর জন্য প্রস্তুত-রেডি ফর টুমরো’ এই স্লোগান নিয়ে আগামী আজ ৬-৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭।
ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনের আয়োজনে থাকছে ১২টি সেশন। এর মধ্যে উল্লেখযোগ্য সেশনগুলো হলো- হাইস্কুল প্রোগ্রামার কনফারেন্স, মিট নাফিস বিন জাফর, স্টার্টআপ বাংলাদেশ, অপরচুনিটি ফর ইনভেস্টরস অ্যান্ড স্টার্টআপস, সাইবার সিকিউরিটি রিস্কস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, এমপ্লয়মেন্ট অব পারসনস নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি।
আয়োজকরা জানান, এবারের মেলা বৃহৎ পরিসরে ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ৪ দিন ব্যাপী এই আয়োজনে গুগল-নুয়ান্সসহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক বক্তা মোট ২৪ এর অধিক সেমিনারে অংশ নেবে।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার-বিষয়ক সম্মেলনের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলন। প্রযুক্তি প্রেমীদের জন্য প্রদর্শনীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপো, স্টার্টআপ জোন, কিডস জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং ইন্টারন্যাশনাল জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট বেশ কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)।
মেলার পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং(বাক্য),ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিআইডব্লিউটি), সিটিও ফোরাম।
মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সবার প্রবেশাধীকার উম্মুক্ত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অথবা ডিজিটাল ওয়ার্ল্ড এর অফিসিয়াল ওয়েবসইট www.digitalworld.org.bd- এর মাধ্যমে মেলায় প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।