সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৮

মোগাদিশুর হায়াত হোটেল। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ২০ আগস্ট (শনিবার) নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানান। খবর : বিবিসির।

পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলে ঢোকার আগে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা হোটেল হায়াতের উপরের তলায় লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। হোটেল থেকে ডজনের বেশি অতিথি ও কর্মী উদ্ধার করেছে পুলিশের বিশেষ ইউনিট।

ঠিকানা/এম