‘সোশ্যাল ক্লাসেস এন্ড সোশ্যাল স্টার্টিফিকেশন ইন বাংলাদেশ’

(লেখক : ডক্টর সৈয়দ জহির সাদেক)

মাহমুদ রেজা চৌধুরী

এর বাংলা করলে কি দাঁড়ায়। ‘সমাজ শ্রেণী এবং সমাজ স্তরায়ন, প্রেক্ষিত : বাংলাদেশ।’ বইয়ের লেখক সমাজ গবেষক এবং সমাজ বিজ্ঞানী ড. সৈয়দ জহির সাদেক। উল্লিখিত বইটির এটা একটি অসমাপ্ত পর্যালোচনাই বলা যেতে পারে।
লেখক : ড. জহির সাদেকের জন্ম বাংলাদেশের রংপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছেন। পরবর্তী সময়ে লেখক পিএইচডি করেছেন নিউইয়র্ক এর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইঅ বিভাগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিছুদিন পড়িয়েছেন।
কাজ করেছেন ঈওউঅ, টঝঅওউ এবং ঢাকাতে World Bank ও‌ নেপালে ICIMOD তে। লেখক আরো কাজ করেছেন, UNDP, UNICEF এ রকম বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে।‌ তার অসংখ্য গবেষণাপত্র আছে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে। এতসব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তার উল্লিখিত রচিত বইটির তাৎপর্য বিশেষভাবে জানবার এবং পড়বার উপযোগিতা রাখে।

এরই পরিপ্রেক্ষিতে বইটি নিয়ে কিছু আলোচনা করব সেটা যদি পাঠকের বইটি পড়া বা পড়বার ইচ্ছাতে এতটুকুন আগ্রহ সৃষ্টি করে, তাহলেই এই আলোচনার একটা তাৎপর্য থাকতেও পারে। যেকোনো লেখা বা কোনো বইয়ের পর্যালোচনা কিংবা রিভিউ, যাই বলি না কেন। সেটা অসম্পূর্ণ থেকে যায় যদি নির্দিষ্ট বইটি পড়া না হয়।
এর সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হলো কোনো লেখার লেখক বা গ্রন্থের লেখক কে যদি ব্যক্তিগতভাবে জানা যায়। তখন আলোচনাটা সহজ হতে পারে। সৌভাগ্যবশত সাদেক ভাই আমার অগ্রজ এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ। সাদেক ভাই এখন থাকেন উত্তর আমেরিকার টরন্টোতে। সাদেক ভাই যে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন, আমিও সেই বিষয়ের ছাত্র।
আর একটি কথা না বললেই নয় যে, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সাদেক ভাই কে বিভিন্ন আড্ডা এবং বিশ্ববিদ্যালয়ের করিডোরে পেয়েছি। তখন থেকেই সাদেক ভাইকে ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয়েছে, অনেকটা ‘কেয়ারলেস ইন্টেলেকচুয়াল’। সম্ভবত এটাও জহির সাদেক ভাই কে ভালোলাগার আরেকটি কারণ। আমি নিজেও ভিশন আড্ডাবাজ।
এই বইটির প্রকাশক, বাংলাদেশের সুপরিচিত প্রকাশনা সংস্থা ‘প্রথমা’, প্রকাশিত হয় ২০১৮ সালে। বইয়ের ওঝইঘ ৯৭৮-৯৮৪-৯৩২৬০ ৭ ৬. মূল্য, ৩০০ টাকা।
বইটি ছয়টি প্রধান অনুচ্ছেদে ভাগ করা। অনুচ্ছেদগুলোর শিরোনাম হচ্ছে।

  1. Introduction and Scope of the Studz
  2. Social Stratification and Class Analysis:
    A Sociological Inquiry
  3. Social Stratification in Bangladesh : Historical Perspective.
  4. Social Stratification in Bangladesh : Post Independence Period
  5. Emergence of new Class in Urban and Rural Areas
  6. Prologue : The Future of Class Relation and Society in Bangladesh
    উল্লিখিত অধ্যায়ের বাংলা অনুবাদ করলাম না। এই আলোচনাতে লেখকের যেসব কথারই উদ্ধৃতি উল্লেখ করব, সেটাও লেখক যে ভাষায় লিখেছেন সে ভাষাতে দেবো, অনুবাদ না।
    যেকোনো ভাষার অনুবাদ কিংবা ভাষান্তর যদি দক্ষ এবং প্রশিক্ষিত অনুবাদকের মাধ্যমে না হয়, তাহলে ভাষান্তর কিংবা অনুবাদ তার অন্তর্নিহিত অর্থ এবং ভাবার্থ থেকে বিক্ষিপ্ত অথবা সেটা ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। আরেকটা বিষয়, যেকোনো ভাষার রূপান্তর কিংবা অনুবাদ সেটা লিখিত বর্ণের দ্বারা না হয়ে যদি পাঠকের অন্তর্গত অনুবাদে বোঝা যায় তাহলে সেটা বেশি সার্থক অনুবাদ বলে মনে হয় ক্ষেত্রবিশেষে। যেমন যদি বলি ইংরেজি এই কথাটা, ‘আই মিস ইউ’।
    এটার ভাষাগত অনুবাদ সত্যি কি এর মূল মেসেজ, সেটা কি বোঝাতে পারবে ভিন্ন কোনো বর্ণমালায়। কিন্তু এটা সহজভাবেই ব্যক্তির অন্তরের অনুবাদে যেকোনো ভাষাতেই বোঝা যাবে সহজভাবে।
    লেখক : ডক্টর জহির সাদেক, তার বইয়ের প্রথম অধ্যায়ে লিখেছেন : “There are historical, political, economic, social, and even religious factors that shape the nature of Stratification in societies. Large chunks of historical epoch have influenced stratification and divisions in society.
    For instance the European expansion in the 16th century on wards led to coloniæation and settlement in new continents and attractive locations around the world creating a new society of settlers with fewer traditional social and political divisions” (p- 1)
    লেখক তাঁর প্রথম অধ্যায়ে আরো লিখছেন,’
    Economy changed directions in favor of free enterprise and market system, public enterprise fell by wayside; private enterprises slowly began to emerge but the nexus between politicians and trading classes remained deeply entrenched and newer classes on both sides of the spectrum (owners and laborers ) started emerging” (p-5)
    লেখক তাঁর উল্লিখিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বলেছেন :
    ” Social stratification refers to divisions in society, the fact that all member of a society, men, women, and children are not equal in terms of wealth, power, and authority or simple in their position in family, community and the society at large. Stratification within societies has existed since time immemorial, even before the primitive hunting gathering commune gave into more organiæed and larger societies.” (P-11)
    এই অধ্যায়ে লেখক কধৎষ ঐবরহৎরপয গধৎী, গধী ডবনবৎ তাদের বক্তব্যকে উদ্ধৃতি দিয়ে অনেক কথা বলেছেন। যেমন, তার বইয়ের ১৮ পৃষ্ঠাতে লেখক লিখেছেন : ” Max Weber (1865-1920), the great German philosopher and one of the founding father of modern Sociology, living in the age when capitalism was alreadz firmly established and development of modern secular education was spreading, observed the diversity and differentiation within society reaching newer heights and complexity.”
    ডক্টর জহির সাদেক লিখছেন, ” This differentiation in society led Weber to emphasiæe on other non-economic aspects of life that also shapes Stratification in society”( p-19)
    বইয়ের তৃতীয় অধ্যায় লেখক বলেছেন : …” Aû look into our own historical accounts inextricably links to this unique context where social structure and stratification was shaped by the various factors not necessarily endogenous to Bengal, but as part of the centrifugal forces emanating from the rest of India, more specifically the core, the Gangetic Plains of North India” (p-33).
    এই অধ্যায়ের শেষে এসে লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর এ কে নাজমুল করিম স্যারের একটি বিখ্যাত বই, ” Changing Society in India, Pakistan, (and Bangladesh)”চতুর্থ অধ্যায়, লেখক বলেছেন : .. provide a very broad but comprehensive identification and description of the new social classes (catagories) in both rural and urban areas. (P-39)
    চতুর্থ অধ্যায়, লেখক বলেছেন : ” Bangladesh, the erstwhile East Pakistan, East Bengal and Bangla came into being as a truly indipendent country on 16 December 1971. The green and red flag fluttering everywhere in the horiæon and the euphoria of winning a bloodz and brutal war against the well oiled war machine of fellow Pakistanis of the Western wing was sinking in among the war weary but happy people.” (P-60)
    এখানে বইয়ের ৬৩ পৃষ্ঠার কিছু কথাও উল্লেখ করছি।
    ” Emergence of Bangladesh and the nwe political Economy, নিয়ে লেখক বলেন, ” While macroeconomic analysis of the growth in Bangladesh is nwo increasingly available and only replete with statistical data and theoritical analysis the picture remains incomplete unless one looks at the political economy, espicislly of the early pregrowth spurt period (1972-1990). Unfortunately, there is a marked lack of rigorous analytical literature on this except perhaps some ‘Grey Literature’ composed of unpublished dissertation or reports that are not easily accessible. “
    বই এর পঞ্চম অধ্যায় লেখকের কথা…” The transformation of the country over the past several decades and integration with the globaliæed world has led to some major changes in the production distribution sphere resulting in creation of a new social classes in Urban, peri-urban and rural areas. … The second and new phenomenon in reshaping our social classes in the infusion of remittance money coming from abroad from migrant workers and even long term residents in developed countries that are not only boosting the country’s foreign exchange reserves but also enriching recipient households or individuals. ” (P-101)
    বইয়ের শেষ অধ্যায়টিও গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনাতে এর শ্রেণি সম্পর্কের নতুন দিগন্তকে বোঝার জন্য। এই প্রসঙ্গে লেখক লিখছেন : Subsequent of political disconnect and lawlessness in the country paved the way of military takeover that changed the politics of the state. The country became more market oriented and permited multi-party democracy which was rescinded by the Awami League government in the year of their rule.”
    উল্লিখিত এসব আলোচনার পরিপ্রেক্ষিতে সহজেই অনুমান করা যায় যে, এই বইটি পৃষ্ঠার হিসাবে (১৩০) হলেও এর বিষয় ভিত্তিক গভীরতা অনেক বেশি গুরুত্ব বহন করে এর পাঠকের কাছে। খুব সহজ ইংরেজিতে লেখা বইটি না পড়লে বাংলাদেশের রাজনীতির এবং সামাজিক মূল্যবোধের উত্থান-পতনের বিষয়গুলো সহজে বুঝতে পারব না। একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের অর্থনীতিকে বুঝতে হলে সেই রাষ্ট্রের সমাজ অবকাঠামো, উৎপাদন অবকাঠামো, উৎপাদন সম্পর্কের বিভিন্ন স্তরায়ন না বুঝে আমরা রাষ্ট্রের অর্থনীতি ও‌ রাজনীতির গতি-প্রকৃতির পরিবর্তনের বোধ এবং সংস্কৃতিকে বুঝতে ভুল করতেও পারি।
    রাজনীতি এবং অর্থনীতি সমাজের অন্যান্য সব মূল্যবোধের সাথে গভীর ভাবে সংযুক্ত। আর সমাজের মূল্যবোধকে বুঝতে হলে আমাদের দৃষ্টি রাখা দরকার সমাজের উত্থান পতনের অভ্যন্তরের দ্বন্দ্ব এবং সংঘর্ষের কারণ গুলির কারণ কি সেটা নির্ণয় এর মধ্য দিয়ে।
    এসব নির্ণয়ের নানা রকম পদ্ধতি এবং পদ্ধতিগত বিভিন্ন দৃষ্টিভঙ্গি তো আছেই। তবে রাষ্ট্র এবং সমাজকে বোঝার ব্যাপারে সমাজবিজ্ঞান এর পদ্ধতিগত দিক সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরশীল একটি মাধ্যম। রাষ্ট্র এবং সমাজ ও অর্থনীতিকে বোঝার ব্যাপারে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং এর পদ্ধতি, সমাজ ও রাষ্ট্রের উত্থান-পতনের গতি এবং অগ্রগতির মূল কারণ এবং সেসব কারণের সফলতা এবং বিফলতা কে সমাজের গভীর থেকে দেখতে চেষ্টা করে। কেবল উপরিকাঠামো নিয়ে সমাজ গবেষক বা সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সমাজ ও রাষ্ট্রকে দেখে না।
    উল্লিখিত বইয়ের লেখক প্রফেসর ডক্টর জহির সাদেক বাংলাদেশের সমাজ কে দেখেছেন সমাজের বিভিন্ন ইনস্টিটিউশনের গোড়ায় গিয়ে এবং গভীর দৃষ্টি নিয়ে।
    রাষ্ট্রের সাথে যে রাজনীতি জড়িত সেই রাজনীতির মৌলিক চরিত্রকে না বুঝতে পারলে রাষ্ট্রব্যবস্থা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ নানা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের অন্তর্নিহিত চরিত্র বুঝতে পারব না।
    সমাজবিজ্ঞানী এবং সমাজ গবেষক প্রফেসর ড. সৈয়দ জহির সাদেক তার উল্লিখিত বইয়ের আলোচনাতে এই বিষয়টির গভীরতাকেই স্পষ্ট করে দিয়েছেন আমাদের কাছে।
    নিঃসন্দেহে লেখক জাতির একজন গর্বিত সন্তান। সব গুণী ব্যক্তিদের নাম ব্যানারে লেখা হবে। তা নাও হতে পারে। একটি দৃশ্যত ব্যানারের দৈর্ঘ্য প্রস্থ আর কতটুকুই বা হতে পারে। সমাজে আমাদের এমন অনেক গুণী ব্যক্তিত্ব আছেন যারা ব্যানারে নেই; কিন্তু মানুষের বিশেষ করে সচেতন নাগরিকদের অন্তরের ব্যানারে আছেন। ডক্টর জহির সাদিক এমন একজন ব্যক্তিত্ব।
    আশা করি আগ্রহী পাঠকরা বিশেষ করে সমাজবিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীরা বইটি পড়বেন এবং আমাদের সমাজের বিভিন্ন অভ্যন্তরীণ এবং দৃশ্যত স্তরায়ন ও বিভাজনের কারণগুলো বুঝতে পারবেন। এসব কারণ না বুঝে আমাদের সমাজ ও রাষ্ট্র কে আমরা বুঝতে এবং বলতে ভুল করতে পারি।
    লেখক : সমাজ ও রাষ্ট্রচিন্তা বিশ্লেষক।
    -নিউইয়র্ক।