ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী নতুন কমিটির শপথ আগামী সপ্তাহে হতে পরে। এদিন দায়িত্ব বুঝিয়ে দেবে বিদায়ী কমিটি। নতুন কমিটির অভিষেক হতে পারে নভেম্বরে। আগামী ৯ অক্টোবর রোববার অনুষ্ঠিতব্য বিদায়ী কমিটির সভায় দিন-তারিখ চূড়ান্ত হবে বলে জানা গেছে।
এদিকে নতুন কমিটির শপথ বা অভিষেকের চেয়ে বেশী আলোচনা হচ্ছে ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে। বিশেষ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে সর্বত্র সরব আলোচনা চলছে। বর্তমান চেয়ারম্যান এম. আজিজ পুনরায় চেয়ারম্যান হচ্ছেন এমনটি শোনা গেলেও বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহানের নামও আলোচনায় উঠে এসেছে।
একাধিক সূত্র জানায়, ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম. আজিজ পুনরায় চেয়ারম্যান থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তাকে নিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে আলোচনাও হয়েছে। অনেকে এম. আজিজের পুনরায় চেয়ারম্যান থাকার ব্যাপারে না বলেছেন। তবে বেশিরভাগই ট্রাস্টি বোর্ডে নতুন চেয়ারম্যানের পক্ষে মত দিয়েছেন। অনেকে নতুন চেয়ারম্যান হিসাবে বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহানের নাম বলছেন। স্বপক্ষে বলতে গিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের অনেকেই মত দিয়েছেন যে আজিমুর রহমান বোরহান একজন পরীক্ষিত সমাজকর্মী এবং অত্যন্ত সজ্জ্বন ব্যক্তি। তিনি দুইবার বিয়ানীবাজার সমিতির সফল সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন সময় প্রবাসে বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে পরিচিত। রব-রুহুল প্যানেলের বিজয়ের নেপথ্যে তার অনেক পরিশ্রম রয়েছে।
অন্যদিকে এম. আজিজের পক্ষেও অনেকে মত দিয়ে বলেছেন, বাংলাদেশ সোসাইটি পরিচালনায় এম. আজিজের বিকল্প নেই। তিনি দুইবার সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। সোসাইটির বিরুদ্ধে মামলা তিনি শক্তভাবে মোকাবেলা করেছেন। ফলে মামলার গ্যাড়াকল কাটিয়ে সোসাইটির নির্বাচন শেষ পর্যন্ত হয়েছে। এর কৃতিত্ব বেশিরভাগই এম. আজিজের।
একটি সূত্র জানায়, নতুন কমিটি দায়িত্ব নিলেও এ বছর অথবা আগামী এক বছর নতুন ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা নেই। নতুন কমিাট চায় বর্তমান ট্রাস্টি বোর্ড আরো এক বছর দায়িত্ব পালন করুন। সে হিসাবে নতুন ট্রাস্টি বোর্ড গঠন হলেও চেয়ারম্যান পদে নতুন মুখ আসবে, কেমনটি আভাস পাওয়া গেছে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবে নতুন কমিটি। মামলার গ্যাড়াকলে পড়ে তিনটি নির্বাচনের প্রস্তুতি কারণে বর্তমানে সোসাইটির তহবিল একপ্রকার শূন্য। এই তহবিল দিয়ে সোসাইটির কার্যক্রম বেশীদূর এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ কারণে সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে নতুন কমিটি। বড় করে অভিষেকও করতে চান তারা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করে রব-রুহুল প্যানেল। এর আগে মামলার কারণে চার বছর নির্বাচন স্থগিত ছিল।