সৌদিতে নারীদের সাইক্লিং রেইস

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে এ প্রথম একদল নারী ১০ কিলোমিটার রাস্তায় সাইক্লিং রেইস বা প্রতিযোগিতায় অংশ নেন। দেশটির রক্ষণশীল সমাজে রাস্তায় নারীদের সাইকেল চালানোর এ প্রতিযোগিতা হওয়ার পর তা নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সৌদি আরবের জেদ্দা শহরে এ সাইক্লিং রেইস বা প্রতিযোগিতায় ৪৭ নারী অংশ নেন। এই ৪৭ নারীই জেদ্দা শহরের নির্ধারিত পুরো ১০ কিলোমিটার রাস্তা সাইক্লিং করেন। বি এ্যাকটিভ নামের একটি সংগঠন জেদ্দার স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে যৌথভাবে নারীদের এ সাইক্লিং রেইস বা প্রতিযোগিতার আয়োজন করে।