সৌদিতে সুন্দরী উটের মমি

বিশ্বচরাচর ডেস্ক : সৌদি আরবে মরুভূমির জাহাজ উট আলাদা চোখে দেখা হয়। তারপর সেটি ছিল দেশটির সবচেয়ে সুন্দরী উট। তাই স্মরণীয় করতে করা হলো মমি। মাস তিনের আগে ওই উটটির মৃত্যু হয়। সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়, খুজামা নামের ওই উটটি সুন্দর প্রতিযোগিতায় বেশ করেকবার পুরস্কার জিতেছে। এ কারণেই সেটির দাম ৮০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। উটটির মালিক কুরেই আল-ব্রিকও তার পোষা এই প্রাণিটিকে বেশ ভালোবাসতেন। তাই এত দাম সত্ত্বেও কোনোমতেই সেটিকে বিক্রি করতে রাজি হননি। গত ফেব্রুয়ারিতে আল-এবেল নামের একটি ক্লাব উটটিকে মমি করে তাদের জাদুঘরে প্রদর্শনের ইচ্ছার কথা জানায়। এরপরই তাদের ওই প্রস্তাবে রাজি হন মালিক কুরেই আল-ব্রিক।