
ঠিকানা অনলাইন : সৌদি আরবের আকাশে আজ ২১ মার্চ (মঙ্গলবার) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার শেষ হচ্ছে শাবান মাস। বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
সাধারণত হিজরি বর্ষের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। অর্ধচন্দ্র দেখা সাপেক্ষে নতুন মাস গণনা শুরু হয়। আর এ কারণে রমজান কবে শুরু হবে, তা আগে থেকে নির্ধারণ করা থাকে না।
এর আগে সৌদি আরব মুসলিমদের প্রতি রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। খালি চোখে বা দূরবীণে চাঁদ দেখা গেলে নিকটস্থ আদালতে জানাতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
ঠিকানা/এম