বিশ্বচরাচর ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের কাছে একটি খেলনা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ওই এলাকায় প্রচ- গোলাগুলি চলতে দেখা যায়। রিয়াদে বাদশাহ সালমানের প্রাসাদ এলাকায় গোলাগুলির এ ভিডিও ফুটেজ নানা গুঞ্জন তৈরি করে। গত ২১ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ৩০ সেকেন্ড ধরে গুলির শব্দ আর আলোর ঝলকানি দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরও আসতে শুরু করে। এ ঘটনায় অনেকের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দেয়। পরে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী জানায়, রাজপ্রাসদের সামনে অনুমোদনবিহীন একটি ছোট খেলনা ড্রোনের উপস্থিতি চিহ্নিত করে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বাদশাহ সালমান ওই সময় প্রাসাদে ছিলেন না। এক সৌদি কর্মকর্তা জানান, বিনোদনের জন্য ড্রোন ওড়ানোর বিষয়ে সরকার একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালের অক্টোবরে এক বন্দুকধারী জেদ্দার রেড সি সিটিতে বাদশাহর প্রাসাদের গেটের কাছে গাড়ি চালিয়ে গিয়ে গুলি করে। ওই হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হন। আহত হন তিনজন। আলজাজিরা।
- বিজ্ঞাপন -