সৌদি লাখ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরব বাংলাদেশে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে। এখানে তাদের প্রথম পর্যায়ের বিনিয়োগ লাখ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। পরবর্তী পর্যায়ে বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে। পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে গভীরভাবে আগ্রহী। কক্সবাজারের টেকনাফ, মহেশখালী অথবা শাহপীর দ্বীপের নির্দিষ্ট এলাকা সৌদি আরবের জন্য বরাদ্দ করার পরিকল্পনা করা হয়েছে। আগামী মাসে উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে বিনিয়োগের স্থান, খাতসমূহ ও বিনিয়োগের পরিমাণ স্থির করা হবে। বাংলাদেশে প্রথম পর্যায়ে একটি ও দ্বিতীয় ধাপে আরো একটি তেল শোধনাগার, গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট, জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেও তাদের প্রস্তাব দেওয়া হবে। আরো কয়েকটি খাতে বিনিয়োগ করতে তারা আগ্রহী বলে জানা যায়।
আনোয়ারায় সৌদি আরবের বিনিয়োগের জন্য স্থান নির্ধারণের বিকল্প প্রস্তাবও রয়েছে। গভীর সমুদ্রবন্দর স্থাপনে বিনিয়োগের ব্যাপারে সৌদি আরব আগ্রহী। পায়রা সমুদ্রবন্দরে তারা মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতে পারে। তাদের বিনিয়োগে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তির কর্মসংস্থান হবে।
সৌদি বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আসছে চলতি মাসে। তারা প্রস্তাবিত এলাকাসমূহ পরিদর্শন করবেন। স্থান চূড়ান্ত করা ও বিনিয়োগের ক্ষেত্র ও পরিমাণ স্থির করা হবে। সৌদির বাদশাহ আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সৌদির বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন। ক্রাউন প্রিন্স সালমানও শেখ হাসিনা ও বাংলাদেশের প্রতি অত্যন্ত সহানুভূতি ও শ্রদ্ধাশীল। শেখ হাসিনা ও বাংলাদেশের মুসলমানদের গভীর ধর্মপরায়ণতায় তারা মুগ্ধ। নিজেদের বাণিজ্যিক স্বার্থেও তারা বাংলাদেশকে বিনিয়োগের অত্যন্ত নিরাপদ স্থান ও আস্থাশীল মনে করে।