বিশ্বচরাচর ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় তুরস্কের তদন্ত দলের সাথে সম্মিলিতভাবে তদন্ত কাজ পরিচালনার উদ্দেশ্যে ১২ অক্টোবর তুরস্ক পৌঁছেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। খবর রয়টার্সের।
রয়টার্স একটি সৌদি সূত্রের বরাত দিয়ে জানায়, ওই প্রতিনিধি দল পোঁছানর আগে সৌদির জ্যেষ্ঠ যুবরাজ খালেদ আল ফায়সাল আলোচনার জন্য বৃহস্পতিবার তুরস্ক সফরে যান এবং এরপরই তুরস্ক সম্মিলিতভাবে তদন্ত কাজ চালানোর ঘোষণা দেয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে রয়টার্স জানায়, সৌদি সরকারের এক কর্মকর্তা জামাল খাশোগি নিখোঁজের তদন্তে সৌদি আরবের প্রতিনিধি দলকে তুরস্কের তদন্ত দলের সাথে যোগ দেয়ার অনুমতি দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ওহিয়োতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, খাশোগি নিখোঁজের ঘটনায় তিনি এখনো সৌদি যুবরাজ সালমানের সাথে কোন কথা বলেননি। তবে খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিষয়টি খুবই উদ্বিগ্নের বিষয় এবং আমরা সেটিকে গুরুত্বসহকারে দেখছি।
এদিকে জামাল খাশোগি হত্যার অভিযোগ আবারো নাকচ করেছে সৌদি সরকার। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ বার্তা সংস্থা এসপিএকে শুক্রবার জানান, জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবের প্রতি যে অভিযোগ আনা হচ্ছে সেটি মিথ্যা এবং ভিত্তিহীন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী জামাল খাশোগি নিখোঁজের তুরস্ক এবং সৌদি সম্মিলিত তদন্তকে স্বাগত জানিয়েছেন ।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর কাগজপত্র জমা দেয়ার জন্য তুরস্কের সৌদি দূতাবাসে যান সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তবে সৌদি সরকারের কট্টর সমালোচক এই সাংবাদিক সৌদি দূতাবাসে প্রবেশের পর আর ফিরে আসেননি।তার অন্তর্ধানের পর তুরস্ক দাবি করছে যে তাকে সৌদি দুতবাসের ভেতর হত্যা করা হয়েছে। তবে এমন অভিযোগ বারবার নাকচ করে দিয়েছে সৌদি সরকার।