সৌদি সাংবাদিক নিখোঁজ: ১৫ সৌদি সন্দেহভাজনের নাম প্রকাশ তুরস্কের

বিশ্বচরাচর ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৫ জনের একটি সৌদি গোয়েন্দা দলকে চিহ্নিত করেছে তুরস্ক। তুরস্কের সংবাদমাধ্যম সাবাহর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্রও রয়টার্সকে জানিয়েছিল, ১৫ জন সৌদি নাগরিক অক্টোবরের ২ তারিখে ইস্তামবুলে আসেন । ওই ১৫ জনের মধ্যে সৌদি সরকারের কিছু কর্মকর্তাও ছিল বলে ওই সূত্রটি জানায়। মূলত ওইদিনই সৌদি দূতাবাসে গিয়ে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি।

তুরস্কের সংবাদমাধ্যম সাবাহ তাদের প্রতিবেদনে ওই ১৫ জন সন্দেহভাজনদেরর নাম এবং জন্মসাল প্রকাশ করেছে । সেই সাথে ওই ১৫ সদস্যের অন্তর্ভুক্ত একজন সৌদি ফরেনসিক বিশেষজ্ঞের ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। তবে পত্রিকাটি জানায়নি কিভাবে তারা ওই ১৫ জনের নাম এবং তথ্য পেয়েছে।

পত্রিকাটি জানায় ,অক্টোবরের ২ তারিখের পরেই ওই ১৫ জন সদস্য তুরস্ক ত্যাগ করেন এবং তারা ৪ টি ভিন্ন সময়ে তুরস্ক ত্যাগ করেছেন। সাবাহ পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়, ওই ১৫ জনই সৌদি দূতাবাসের নিকটবর্তী উইন্ধাম এবং মভেনপিক হোটেলে উঠেছিল। তবে এই দুটি হোটেল কর্তৃপক্ষ পত্রিকাটির দেয়া এমন তথ্য নাকচ করে দিয়েছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর কাগজপত্র জমা দেয়ার জন্য তুরস্কের সৌদি দূতাবাসে যান সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তবে সৌদি সরকারের কট্টর সমালোচক এই সাংবাদিক সৌদি দূতাবাসে প্রবেশের পর আর ফিরে আসেননি । নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত শনিবার তাদের একটি প্রতিবেদনে জানায় পরিকল্পিতভাবে খাশোগিকে সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে।তবে সৌদি আরবের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দূতাবাসে প্রবেশের পর বের হয়ে যান খাশোগি। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এক সাক্ষাতাকারে বলছিলেন, তুরস্ক সরকার চাইলে সৌদি দূতাবাস তল্লাশি চালাতে পারে।