ঠিকানা রিপোর্ট : উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য লোন নিয়েছিলেন কয়েক মিলিয়ন আমেরিকান। সেই লোন এখন পর্যন্ত পরিশোধ করতে পারেননি অনেকে। ঋণের জালে জর্জরিত হয়ে তারা ঋণ পরিশোধের উপায় বের করার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। ৩১ ডিসেম্বর পর্যন্ত লোন পরিশোধের পেমেন্ট পজের মেয়াদ বাড়ায় আপাতত স্বস্তি থাকলেও মিলিয়ন মিলিয়ন বর্তমান এবং সাবেক স্টুডেন্ট এবং তার প্যারেন্টরা অপেক্ষা করছেন কখন খুলবে লোন মওকুফের আবেদন। আর্লি অক্টোবর থেকে এই আবেদন শুরু হবে, এমন ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই আবেদন গ্রহণ করা শুরু হয়নি। এ জন্য এসব স্টুডেন্ট ও অভিভাবকেরা দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছেন। তারা আশায় আছেন তাদের লোন মওকুফ হবে।
যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ফেডারেল পেল গ্র্যান্ট পেয়েছেন অর্থাৎ আন্ডার গ্রেড কিংবা এর সমমানের অথবা এর নিচে কোনো কোর্স কিংবা ডিগ্রি সম্পন্ন করার জন্য পেল গ্র্যান্ট পেয়েছেন, তাদের লোনের ২০ হাজার ডলার মওকুফ হবে। আর যারা পেল গ্র্যান্ট পাননি, যারা গ্র্যাজুয়েট লেভেল কিংবা এর সমমানের কোনো পর্যায়ের লেখাপড়া করার জন্য লোন নিয়েছেন, তারাও অপেক্ষা করছেন লোন মওকুফের। তাদের ঋণের ১০ হাজার ডলার পর্যন্ত মওকুফ হবে। কারণ তারা ফেডারেল লোন পেয়েছেন, এটি সাবসিডাইজ নয়, আন-সাবসিডাইজ লোন। তাদের লোন নেওয়ার পর থেকে ইন্টারেস্ট হয়ে আসছে, মূল অর্থের সঙ্গে লোনের ইন্টারেস্ট পে করতে হবে। এ কারণে সবার টেনশন বাড়ছে।
এদিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বলেছিল, লোন মওকুফের আবেদন শুরু হবে আর্র্লি অক্টোবরে। কিন্তু তা শুরু হয়নি। লোন মওকুফের বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কবে নাগাদ এর সুরাহা হবে, তা বলা যাচ্ছে না।
সম্প্রতি এটি আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়লেও মানুষ অপেক্ষা করছে আবেদন খোলার। যাদের আয় একজনের ১ লাখ ২৫ হাজার ডলার, ম্যারিড ফাইলিং জয়েন্টলি ইনকাম বা জয়েন্টলি ইনকাম হলে ২ লাখ ৫০ হাজার হলেও তারা লোন মওকুফের সুবিধা পাবেন। এটি ২০২০ ও ২০২১ সালের ইনকাম। প্রেসিডেন্ট জো বাইডেন’স ফেডারেল স্টুডেন্ট লোন ফর গিভনেস প্রোগ্রামের অধীনে এই লোন মওকুফ করা হবে। পেল গ্র্যান্ট পেয়ে থাকলে ২০ হাজার, পেল গ্র্যান্ট না পেয়ে থাকলে অথবা গ্র্যাজুয়েট পর্যায়ে ১০ হাজার ডলার লোন মওকুফ হবে। লোন মওকুফ হওয়ার পর যে অবশিষ্ট অর্থ বকেয়া থাকবে, সেটি পেমেন্ট করতে হবে। পুরো লোন পেমেন্ট শোধ হলে যারা লোন নিয়েছিলেন, তাদের লোন সার্ভিসারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ডিসচার্জ লেটার নিতে হবে।
জানা গেছে, ১৭ অক্টোবরের পর এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ডিপার্টমেন্ট অব এডুকেশন তা জানিয়ে দেবে। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা ডিপার্টমেন্ট অব এডুকেশনের তথ্য পেতে সাবস্ক্রাইপ করে রাখতে পারেন। আগের ঘোষণা অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে লোন ফরগিভনেসের জন্য আবেদন করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৩ লোন মওকুফের জন্য আবেদন করার শেষ দিন। এরপর আর এই আবেদন করা যাবে না।
পরিচিতি : এই প্রবন্ধটির লেখক মোহাম্মদ এন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং নিউইয়র্কস্থ টরো ল স্কুল থেকে আইনে এলএলএম ডিগ্রিধারী, তিনি নিউইয়র্কস্থ একটি ল’ ফার্মে ১৯৯৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত কর্মরত ছিলেন। বর্তমানে ব্রঙ্কসে একটি ল’ ফার্মে কর্মরত এবং অন্য একটি ফার্মে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ব্রঙ্কস প্লানিং বোর্ড-৯ এর সদস্য ফাস্ট ভাইস চেয়ারম্যান এবং ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। উপরোক্ত লিখাটি লেখকের সুদীর্ঘকালের ল ফার্মে কর্ম অভিজ্ঞতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ল স্কুলের শিক্ষা থেকেই লিখা। এটিকে লিগ্যাল এডভাইজ হিসেবে গ্রহণ না করে আপনাদের নিজ নিজ আইনজীবীর সহযোগিতা নিন। ৯১৭-৫৯৭-৬৩৪৯