ঠিকানা রিপোর্ট: ৮ মে পদত্যাগকারী স্টেট এটর্নি জেনারেল এরিক ছনীডারম্যানের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট টিশ জেমস। মহিলাদের পেছনের দিকে ঠেলে দিতে উদ্যোগী ওয়াশিংটনের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখপূর্বক ৫৯ বছর বয়স্কা জেমস স্টেট এটর্নী জেনারেল পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বলে ২০ মে জানা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ না করে জেমস বলেন, তিনিও ওয়াশিংটনের জনস্বার্থ বিরোধী সকল কর্মতৎপরতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে যাবেন। জেমস বলেন, আমাদের দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্যায়ের শাণিত খড়গ থেকে নিউইয়র্কবাসীকে রক্ষা করতে আমাদেরকে অবশ্যই আইনের ঢাল অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ব্রুকলীনের ডাকসাইটে ডেমক্র্যাট জেমস বলেন, নির্বাচিত হলে তিনি তার কার্যকালে ভোটিং, এনভায়রনমেন্ট, কনজিউমার এবং সিভিল রাইটস সংশ্লিষ্ট আইনকানুন কার্যকরের উপর গুরুত্বারোপ করবেন। তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন-কানুন কার্যকর জোরদারের নামে ট্রাম্পের নীতিমালার আওতায় ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট এজেন্টগণ স্বজনদের কাছ থেকে অবৈধদের বিচ্ছিন্ন করার যে সাঁড়াশি অভিযান চালাচ্ছেন তার বিরুদ্ধেও তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।
এক প্রশ্নোত্তরে জেমস বলেন, এটর্নী জেনারেলের দপ্তর আইন-কানুন রচনা করেনা। এটি মূলত এমন একটি দপ্তর যা মূলত স্টেট এজেন্সীগুলোকে রক্ষা করে। স্টেট এটর্নী জেনারেলের দপ্তর এফারমেটিভ ( হাঁ সূচক) লেটিগেশনে ( মামলার) নিয়োজিত থাকে। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেমস সিটি কাউন্সিল সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি পাবলিক এডভোকেট নির্বাচিত হন এবং মেয়রের উত্তরসূরীর হওয়ার পথ প্রশস্ত করেন। ব্রুকলীন হিস্টরিক্যাল সোসাইটির অনুপ্রেরণায় জেমস প্রার্থিতা ঘোষণা দিয়েছেন বলে জানা যায়। ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টীর সমর্থন লাভ প্রশ্নে জেমস না সূচক মন্তব্য করেছেন। কারণ গভর্নর ক্যুমোর সাথে তার রয়েছে গভীর সম্পর্ক।
এদিকে সাবেক এটর্নী জেনারেল ছনীডারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করছেন স্পেশাল প্রসেকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত নাশাউ কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নী মেডেলিন সিনগাস।