ঠিকানা রিপোর্ট: নিউইয়র্ক স্টেট সিনেটের বিশেষ নির্বাচনে ওয়েস্টচেস্টার থেকে নির্বাচিত ডেমক্র্যাটিক দলীয় শেলী মায়ার এবং ব্রঙ্কস থেকে নির্বাচিত লুইস সেপুলভেডার শপথ নেয়ার পর ৬৩ সদস্যবিশিষ্ট স্টেট সিনেট আসনের ৩২টি লাভ করেছে ডেমক্র্যাটরা। তাই সংবিধান অনুসারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ডেমক্র্যাটদেরই স্টেট সিনেট নিয়ন্ত্রণের কথা। বাস্তবে স্টেট সিনেট অদ্যাবধি রিপাবলিকান সিনেটরদের নিয়ন্ত্রণে। কারণ ব্রুকলীনের ডেমক্র্যাটিক দলীয় কনজারভেটিভ সিনেটর সিমচা ফেল্ডার রিপাবলিকান সিনেটরদের সঙ্গ ত্যাগ না করায় সিনেটে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা দাবি করতে পারছেন না।
২৭ এপ্রিল জানা যায়, স্পেশাল নির্বাচনে ২ জন ডেমক্র্যাটিক দলীয় সিনেটর বিজয় লাভের পর স্টেট ডেমক্র্যাটিক দলের প্রধান গভর্নর ক্যুমো সিনেটর ফেল্ডারের প্রতি অনুরোধ জানিয়েছেন রিপাবলিকানদের সঙ্গ ত্যাগ করতে এবং ডেমক্র্যাট শিবিরে যোগ দিতে। ফেল্ডার ডেমক্র্যাটদের সাথে যোগ দিলে স্টেট সিনেটে ডেমক্র্যাটদের আসন সংখ্যা হবে ৩২ এবং নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগেই সিনেটের নিয়ন্ত্রণ ডেমক্র্যাটদের এক্তিয়ারে চলে আসবে। ক্যুমো আরও বলেন, ফেল্ডার ডেমক্র্যাটিক সিনেটরদের সাথে যোগ না দিলে গান কন্ট্রোল, ক্যাম্পেইন ফাইন্যান্স রিফরম, আর্লী ভোটিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবেনা। এদিকে নভেম্বরের আগে ফেল্ডার রিপাবলিকান শিবির ত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।