স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে আয় বেশি হলে দিতে হবে ট্যাক্স

ঠিকানা রিপোর্ট : কোনো পরিবারে ২৪ বছরের নিচে যেসব সন্তান আছে, তারা ফুলটাইম স্টুডেন্ট হলে বাবা-মায়ের ডিপেন্ডেন্ট থাকতে পারেন। ফুলটাইম স্টুডেন্ট বলতে বছরে দুই সেমিস্টার পড়তে হবে এবং প্রতি সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট করে নিতে হবে। তারা যদি সিঙ্গেল হিসেবে প্রতিবছর স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে কম আয় করেন, তাহলে তাদেরকে ট্যাক্স ফাইল না করলেও চলবে। যারা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সমপরিমাণ কিংবা এর চেয়ে কম ইনকাম করেন এবং বছর শেষে যদি ডব্লিউ-২ পান, তাহলে তারা ট্যাক্স রিফান্ড পেতে ফাইল করতে পারেন। এ ব্যাপারে সিপিএ মোহাম্মদ চিশতি বলেন, একজন ফুলটাইম স্টুডেন্টের আয় বেশি। এ কারণে তাকে ট্যাক্স ফাইল করতে হবে এবং ট্যাক্স দিতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে আয় বেশি হলে কেউ যদি ফাইল জমা না দেন, তাহলে তাকে জরিমানা দিতে হবে। ফেডারেল কিংবা স্টেটের ট্যাক্স পাওনা থাকলে তা না দিলে জরিমানা হবে। তাই তাদের সময়মতো ট্যাক্স ফাইল করা উচিত। ২৪ বছরের কম কিংবা বেশি হোক, যার ইনকাম স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে বেশি হবে, তখন তাকে ট্যাক্স ফাইল করতে হবে।
তিনি বলেন, অনেকেই স্কলারশিপ পান। স্কলারশিপ ও নিড বেইজ গ্র্যান্ট ট্যাক্স ফ্রি। তবে তারা কেউ কাজ করলে সে জন্য ট্যাক্স কাটা হবে। ফেডারেল পেল গ্র্যান্ট যারা পেয়েছেন, তারা ওয়ার্ক স্টাডি করলে সেখানকার আয় ট্যাক্স ফ্রি।
মোহাম্মদ চিশতি আরো বলেন, অনেক অভিভাবকই চিন্তিত থাকেন কলেজপড়ুয়া সন্তানদের স্কলারশিপ, গ্র্যান্ট নিয়ে। মনে করেন কাজ করলে এগুলো কমে যাবে কি না। এ জন্য আমাদের বিভিন্ন প্রশ্ন করেন। আমরা তাদের বলে দিই কত পর্যন্ত- আয় থাকলে সাধারণত গ্র্যান্ট ও স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। তবে স্টুডেন্টরা লেখাপড়ার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পেলে ইন্টার্নশিপ করতে হবে। এতে অভিজ্ঞতা বাড়বে। ভবিষ্যতেও চাকরি পাওয়ার সুযোগ হবে। আর স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে কম আয় থাকলে কর দিতে হবে না। বেশি ইনকাম হলে কর দিতে হবে। তবে প্রতিবছর আইআরএস ঘোষণা করে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ কত। সেটি দেখতে হবে।