‘স্ত্রীর প্রেমিকের’ হাতে খুন হলেন প্রবাসী

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : যশোর সদর উপজেলার পল্লিতে ১২ এপ্রিল বুধবার রাতে সোহেল রানা (৪০) নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, স্ত্রীর প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের স্বজনেরা জানান, যশোর সদরের হালসা গ্রামের সোহেল রানা সপ্তাহ দুয়েক আগে দেশে ফেরেন। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলে শ্বশুরবাড়ি পাশের ফরিদপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর গ্রামের ব্রিজের পাশে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপায়। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাকিল দাবি করেন, নিহতের স্ত্রী খুশি খাতুনের (২১) সঙ্গে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফারাবির (২১) প্রেমের সম্পর্ক ছিল। সাড়ে চার বছর আগে তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। আজ ইফতারের পর শ্বশুরবাড়ি থেকে ভাবিকে আনতে যাওয়ার পথে ফারাবিসহ তিন-চারজন তাকে কুপিয়ে হত্যা করে।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার শুভাশিষ জানান, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর পুলিশের উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার বলেন, স্ত্রীর প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধান করছে।

ঠিকানা/এনআই