ঠিকানা রিপোর্ট : যাদের স্ত্রীকে বা স্বামীকে ইমিগ্রেশন ভিসার জন্য স্পন্সর করা হয় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইমিগ্রেশন অফিসারদের নতুন গাইডেন্স দেয়া হবে। বিশেষ করে যেসব স্পাউজদের তাদের সন্তানদের অনুসরণ করবে বা স্পাউজের সাথে সন্তান ইমিগ্রেশন করা হবে। এই গাইডেন্স আবেদন নিষ্পত্তিকারীদের ফিল্ড ম্যানুয়েল হিসেবে প্রকাশ করা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার। যদি স্পাউজ আই-১৩০ এর সাথে আই-৪৮৫ বা গ্রিন কার্ডের আবেদন পেশ করে এবং যদি আবেদনের সাথে ছোট শিশু থাকে তাহলে বিশেষভাবে দেখার কথা বলা হয়েছে গাইডেন্সে। যে কর্মকর্তা আই-১৩০ সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইমিগ্রেশন বিভাগের পরিচালক এল ফ্রান্সিস কিসোনা বলেন, বিবাহের ভিত্তিতে ইমিগ্রেশন নিয়ে বিশেষ বিবেচনার জন্য সর্বোচ্চ কতদূর অনুমতি দেয়া যাবে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, তবে কতটুকু অধিকার বা ইমিগ্রেশনে কতটুকু নিশ্চিত করে ইমিগ্রেশন অনুমতি দেয়া হবে এবং তাতে আবেদনকারী ও ইমিগ্রেশন বিভাগকে কতটুকু স্বচ্ছতা বজায় রাখতে হবে তা নির্ণয় করা কংগ্রেসের ওপর নির্ভর করে।
এই পরিবর্তনে বিয়ের সময় স্থানীয় কোনো আইন এর সঙ্গে বিয়ের উৎসব সাংঘর্ষিক কিনা বা কোনো আইন লঙ্ঘিত হয়েছে কিনা তা বিবেচনায় নেয়া হবে। কোন কোন যুক্তরাষ্ট্রের স্টেটে ও কোন কোন পররাষ্ট্রে মাইনরদের নিয়ে মাতাপিতার অনুমতি বিচার বিভাগীয় আদেশ, মাইনরের উন্নয়নকল্পে এবং তার গর্ভবতী হবার কারণে বিয়ে হতে পারে।
কিন্তু গাইডেন্সে মাইনরদের বিয়ে সংক্রান্ত বিষয়ে আবেদন নিষ্পত্তির সময় বিশেষ নজর দিতে হবে।
কোনো আবেদন বিবেচনার সময় ইমিগ্রেশন অফিসারকে নিশ্চিত করতে হবে যে,
(ক) যে স্থানে বিয়ে অনুষ্ঠিত হয়েছে সেখানে বিয়েটা আইনগত দিক থেকে সিদ্ধ ছিল।
(খ) উৎসবের বাইরের কোন স্থানে যদি দম্পতি বসবাস করে আর তা যদি আমেরিকার স্টেটে বৈধ হয় যেখানে দম্পতি বর্তমানে বসবাস করে বা বসবাস করবে বলে ধরে নেয়া হয় এবং যেখানে বসবাস করে সেখানে কোনো রেসিডেন্সি আইন না ভাঙে সেজন্য বিশেষ নজর দিতে হবে।
(গ) বিয়ে যদি স্বচ্ছ হয় এবং মাইনরকে বিয়ে সম্পর্কে পুরোপুরি তথ্য জানানো হয়েছে কিনা তা জানতে হবে- যে কর্মকর্তা আবেদন নিষ্পত্তি করবেন তাকে।
এই ম্যানুয়েল আপডেট ইমিগ্রেশনের নিয়মিত কাজ যাতে ইমিগ্রেশন বিভাগের নীতি ও প্রক্রিয়া ঠিক থাকে। এই ম্যানুয়েল আপডেট করার পূর্বে ইমিগ্রেশনকে কোন মাইনর স্পাউজ অথবা ফিয়ান্সে আবেদনে আছে কিনা তা নিয়ে ইলেক্ট্রনিক সিস্টেমে সতর্কবার্তা দিতে হবে। এরপর আবেদন এক বিশেষ ইউনিটে পাঠানো হবে।