বিশ্বচরাচর ডেস্ক : স্পেনের নতুন মন্ত্রিসভার ১৭ পদের মধ্যে ১১টিতেই নারীদের মনোনয়ন দিয়েছেন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পুরুষ অনুপাতে নারীর এ হার ইউরোপের সরকারগুলোর মধ্যে সর্বোচ্চ।
নারীবাদী খ্যাত সানচেজের এই অবস্থান আগের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সম্পূর্ণ বিপরীত। গত সপ্তাহে ক্ষমতাচ্যুত রাজয়ের মন্ত্রিসভায় পুরুষদের আধিক্য ছিল। খবর বিবিসির।
নতুন সরকারে প্রতিরক্ষা, অর্থনীতি, ব্যয় সংকোচন ও শিক্ষার মতো গুরুদায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে নারীদের। এ মন্ত্রিসভাকে নারীবাদী মন্ত্রিসভা হিসেবে অভিহিত করছে স্পেনের গণমাধ্যম।
এক ভাষণে সানচেজ বলেছেন, নতুন সরকার এমন ব্যক্তিদের নিয়ে হচ্ছে যারা আধুনিক ও ইউরোপপন্থি প্রগতিশীল সমাজ সম্পর্কে সমদৃষ্টিভঙ্গি সম্পন্ন। ইউরোপকে নতুন স্বদেশ হিসেবেও অ্যাখ্যা দেন তিনি।
নতুন মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সমাজতন্ত্রী কারমেন কালভো। পাশাপাশি সমতা পুনর্বহাল মন্ত্রণালয়েরও দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সাবেক নভোচারী পেদ্রো দুকুকে দেওয়া হয়েছে বিজ্ঞান মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী হচ্ছেন আন্দালুসিয়ার সাবেক কাউন্সিলর মারিয়া হেসুস মোনতেরো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের বাজেট বিষয়ক প্রধান নাদিয়া কালভিনো পাচ্ছেন ব্যয় সংকোচের দায়িত্ব।