স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবি

ঠিকানা রিপোর্ট : স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল এবং বিভিন্ন মিডল স্কুল থেকে স্বেচ্ছাচারি প্রক্রিয়ায় হাই স্কুলে ছাত্র ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য সম্প্রতি মেয়র বিল ডি’ব্লাসিয়োর দপ্তর থেকে একটি ঘোষণা দেয়া হয়েছিল। উক্ত ঘোষণা তীব্র প্রতিবাদ জানিয়েছে কোয়ালিশন এডুকেশন অ্যাডভোকেটরা। কোয়ালিশন এডুকেশন অ্যাডভোকেঁস, মিডিয়া ব্যক্তিত্ব টাহসিন চৌধুরী পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্লি এলিমেন্টারি বর্ষগুলোর শুরু থেকেই দ্য নিউইয়র্ক সিটি শিক্ষা বিভাগ কৃষ্ণকায় এবং হিস্পানিক কমিউনিটির শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষা প্রদানে ব্যর্থ হয়েছে। তাই ৭৫ শতাংশেরও বেশিসংখ্যক হিস্পানিক ও কৃষ্ণকায় শিক্ষার্থীর কমন কোর দক্ষতা অর্জনে বাধাদানকারী নিয়মতান্ত্রিক প্রকৃত ব্যর্থতার আলোচনার স্থলে স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা বাতিলের উদ্যোগ নিঃসন্দেহে মৌলিক সমস্যা এড়িয়ে যাওযার কৌশলমাত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, কমন কোর প্রফিসিয়েন্সী স্ট্যান্ডার্ডসের ভিত্তিতে স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা তৈরি এবং নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে অষ্টম গ্রেড পর্যন্ত এর পাঠদান করা হয়। ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে যা শিক্ষা দেয়া হয়, পরীক্ষার বিষয়াদির সাথে তার আদৌ কোন বৈসাদৃশ্য নেই। পরিচালিত গবেষণার ভিত্তিতে কোয়ালিশন এডুকেশন বিশ্বাস করে যে পর্যাপ্ত শিক্ষা লাভের অভাবেই ব্ল্যাক এবং হিস্পানিক কমিউনিটির শিক্ষার্থীদের স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষায় ভাল করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়।
নিউইয়র্ক সিটি শিক্ষা বিভাগের সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ২৫ শতাংশেরও কম সংখ্যক কৃষ্ণকায় ও হিস্পানিক কমন কোর দক্ষতা অর্জন করেছে। এশিয়ান এবং শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অধিকতর সাফল্য প্রদর্শন করেছে। ৫০ শতাংশের বেশি সংখ্যক এশিয়ান ও শ্বেতাঙ্গ শিক্ষার্থী কমন কোর মানে দক্ষতা অর্জন করেছে।
পরিসংখ্যান অনুযায়ী ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ৪লাখ ৯৬ হাজার ৭৪৪ জন কৃষ্ণকায় শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মাত্র ১৯ শতাংশ কমন কোর অঙ্কে দক্ষতা অর্জন করেছিল। একই সময়ে ৮ লাখ ৩৫ হাজার ১৯১ জন হিস্পানিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মাত্র ২৩ শতাংশ কমন কোর অঙ্কে দক্ষতা অর্জন করেছিল।
অন্যদিকে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ৫ লাখ ৩ হাজার ৭৮৩ জন কৃষ্ণকায় শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মাত্র ২১ শতাংশ কমন কোর ইএলএ (ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস) দক্ষতা অর্জন করেছিল। আর ৮ লাখ ২৮ হাজার ৩৭০ জন হিস্পানিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মাত্র ২৩ শতাংশ কমন কোর ইএলএ দক্ষতা অর্জন করেছিল।
শিক্ষা বিভাগের প্রথাগত ইস্যুগুলোকে এড়িয়ে গিয়ে মেয়র বিল ডি ব্লাসিয়ো এডুকেশনাল মলপ্র্যাকটিস (শিক্ষাসংশ্লিষ্ট অসদাচরণ) করারও অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রথাগত সমস্যাবলীর উপর আলোকপাত করা হলে ব্ল্যাক এবং কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষালাভের অন্তরায়গুলোর অবসান হবে বলে দাবি করা হয়েছে। আরও অভিযোগ করা হয় যে, মৌলিক সমস্যা এড়িয়ে এবং স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষাকে বলির পাঠা বানিয়ে শিক্ষা বিভাগ এবং মেয়র কার্যকরভাবে কৃষ্ণকায় এবং সমগ্র হিস্পানিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কোয়ালিশন এডুকেশন দৃঢ়তার সাথে বিশ্বাস করে যে, স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা অত্যন্ত ন্যায় ও মেধাভিত্তিক পরীক্ষা এবং এটি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সঠিক প্রতিনিধিত্ব করে। তাই সংস্থাটি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার সপক্ষে জোর দাবি জানিয়েছে।