ঠিকানা রিপোর্ট : প্রবাসে সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নিজস্ব একটি ভবন স্থাপনের দাবি দীর্ঘদিনের। সেই দাবি এতদিন ছিল শুধুই জালালাবাদবাসীর, অর্থাৎ বৃহত্তর সিলেটবাসীর। কিন্তু এখন জালালাবাদ ভবনের দাবি নিয়ে সামনে এসেছে নিউইয়র্কের স্প্যানিশ কমিউনিটি। তাদের এই অভিনব দাবি নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের। ঘটনাটি ১১ জুন রোববারের। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সাধারণ সভা ছিল। ওই সভাস্থলের সামনে বিকাল থেকে অবস্থান করছিলেন একদল স্প্যানিশ। তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল- ‘বিভক্তি নয়, ঐক্য চাই, জালালাবাদ ভবন চাই।’ সাধারণ সভায় যারাই গিয়েছেন, তাদের চোখ পড়ে স্প্যানিশদের ওপর। এ নিয়ে অনেকের ভেতর কৌতুহল দেখা দেয়। অনেকে প্রশ্ন করেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনের দাবি তো সিলেটবাসীর। তাহলে স্প্যানিশরা কেন এই দাবি জানাচ্ছেন?

এ ব্যাপারে সেখানে উপস্থিত সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পারেন- স্প্যানিশদের ভাড়া করে আনা হয়েছিল পারিশ্রমিকের বিনিময়ে। সাংবাদিকরা নানা প্রশ্ন করলে ভাষাগত সমস্যার কারণে তারা কোনো উত্তর দিতে পারেননি। জালালাবাদ ভবনের দাবি কেন স্প্যানিশদের? – এ ব্যাপারে সংশ্লিষ্ট কারো কাছ থেকেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে এ নিয়ে সমালোচনা হয়েছে। অনেকে বলেছেন, জালালাবাদ ভবনের দাবি সিলেটবাসীর। অতএব, তাদের কেউ এই দাবি নিয়ে দাঁড়ালে বিষয়টি শোভন হতো।