সেলিম ইকবাল :
স্বপ্নঘোর, হঠাৎ ফোন এল রাতে তোর,
জেগে মনে হলো, তিলোত্তমারই ভোর!
আসলে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের পর;
সন্ধ্যাতেই স্বপ্নঘোর, কে বুঝিবে এ-মনের ত্বর!
স্বপ্নচারিতার স্বপ্নালোকে, স্বপ্নদ্রষ্টা আমার ঘর,
তোকে নিয়েই এই স্বপ্নচারিতা, স্বপ্নবৃত্তান্ত চর!
আমার ভালোবাসার স্বপ্ন দেখা,
কেন তুই মাতাই রাখিস আমার অনুভূতি ভাবান্তর?
জীবনজুড়ে তোর স্মৃতি লেখা,
কেন থাকিস অবাক করে স্বপ্নঘোরে নিরন্তর?