স্বপ্নহীন কল্পনার অবগাহন

সৈয়দ মামুনুর রশীদ :

আকাশ তো বৃষ্টি দিল, নদীও প্রবহমান
আবহমান অববাহিকায় সাগরের সাথে সম্প্রীতি রেখে,
ধুলায় মেখে এঁকেবেঁকে মেঠো পথ গিয়েছে যেদিকে
সেখানেও বৃষ্টির জল কর্দমাক্ত করে দিয়ে।

গাছপালা, পর্বতমালা, অবারিত মাঠ-ঘাট,
এমনকি ক্ষেতের জমিও বাদ পড়েনি
মুষলধারায় কৃষিনির্ভর স্বপ্নকে ঘিরে।
তবুও পানির সংকট নদীর ধারে বাড়ির আঙিনায়,
তবুও ম্রিয়মাণ জলপ্রবাহ, মৎস্যজীবীর আতঙ্ক
মাঝিদের বৈঠায় রুপালি উৎসবের শিহরিত স্পন্দনে।

সুলভে দুর্লভে বিশুদ্ধ জল সে তো বোতলে আবদ্ধ!
সে জল তৃষ্ণা নিবারণে সবার জন্য নয়,
তা কেবল চমক লাগানো ধাঁধা! বাধা হয়ে থাকে
পথহারা ছন্নছাড়া উ™£ান্ত জীবনের জন্য।
ধূলির ধূসরে তৃষ্ণায় যাদের ঘোলা পানি পানীয় জল
সেখানেই সাঁতার কাটা, স্বপ্নহীন কল্পনার অবগাহন!

বৃষ্টি ও মৃত্তিকার প্রেমে দর-কষাকষি নেই,
সূর্যের হিরণ¥য় প্রেমের উষ্ণতায় মেঘও উতলা হয়,
অনুরাগের স্পর্শে নির্গলিত মেঘ বৃষ্টি হয়ে ঝরলে
বিধৌত পৃথিবী উজ্জীবিত হয় উদ্ভিন্ন উল্লাসে।
অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীবের চাতুরীপনায়
হয় অবারিত ক্ষেত জল সংকটে নিষ্ফলা,
নয়তো প্লাবনে গৃহহীন অগণিত মানুষ।