ঠিকানা অনলাইন : ছোটবেলা থেকেই সুপারহিরো চরিত্রগুলোর অন্ধভক্ত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইচ্ছে ছিল, পর্দায় নিজেকে সুপারহিরো হিসেবে দেখবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো ফারিয়ার। তবে কোনো সিনেমার গল্পে নয়, সুপারহিরো রূপে তাকে দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে।
‘এসএমসি’র জীবাণুনাশক পণ্যের এমনই এক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন আদনান আল রাজীব। গত ৭ নভেম্বর এফডিসিতে এর দৃশ্যধারণ করা হয়।
নুসরাত ফারিয়া বলেন, ‘অনেক দিনের স্বপ্ন সুপারহিরোর বেশে হাজির হব। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সুপারহিরোর বেশে অভিনয় করার সময় নিজের মধ্যে অন্যরকম এক ভালোলাগা কাজ করছিলো।’
ঠিকানা/এমআরএম