স্বপ্ন

আবদুল বাতেন :

বাঁচিয়েছ তুমিই আমাকে, স্বপ্নসুন্দর
নদীকে গিলে ফেলা চরের চক্রান্ত থেকে
ফসলকে দাবিয়ে রাখা
আগাছার ক্রমাগত আক্রমণ থেকে
সূর্যগ্রহণের সুযোগ বুঝে
মহিরুহের সর্বাঙ্গে স্বর্ণলতার সন্ত্রাস থেকে।

মা-পাখির মতো ডানায় রেখেছ লুকিয়ে
আগলে রেখেছ, স্বপ্নশক্তি
শোক শিলাবৃষ্টির হামলে পড়া থেকে
বেদনা বজ্রপাতের নিষ্ঠুরতা থেকে
ঘৃণার বিস্ফোরণে
রক্তাক্ত-ছিন্নভিন্ন হওয়া থেকে।

সুপুষ্ট বীজের মতো রেখেছ প্রাণবন্ত
রেখেছ আলোকিত, স্বপ্নসুখ আমার
জড়িয়ে ধরে, অক্লান্ত-
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে ধরণিকে
ঢেলেছ হৃদয়ে অফুরন্ত অনুরাগ।