স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত

ঠিকানা অনলাইন : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন।

অপু বলেছেন, ১৫ নভেম্বর রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সে জন্য আগের দিন তার কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষায় সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

শরীফ মাহমুদ অপু আরও বলেন, রি-কনফার্ম হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে স্যারের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

ঠিকানা/এনআই