স্বর্ণপামজয়ী আফ্রিকান অভিনেত্রীর অকালমৃত্যু

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : স্বর্ণপামজয়ী দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী-মডেল শার্লবি ডিন মারা গেছেন। হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

সুইডেনের রুবেন ওস্টলুন্ড পরিচালিত ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছবিতে ‘ইয়ায়া’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণপামজয়ী ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এর সুবাদে খ্যাতি পেয়েছিলেন তিনি। ছবিটি ২০২৩ সালের অস্কারে বড়সড় সাফল্য পেতে পারে বলে আশা করা যাচ্ছে।

ছবিটির শুটিংয়ের সময় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুবেন ওস্টলুন্ড। সেখানে তিনি বলেন, ‘তার সাথে কাজ করতে পারা সম্মানের ব্যাপার। শার্লবির আন্তরিকতা পুরো ইউনিটকে ছুঁয়ে গিয়েছিল। আমরা তাকে আর আমাদের পাশে পাব না ভেবে খুব খারাপ লাগছে।

ঠিকানা/এনআই