স্বাগত ২০২৩ : নতুন বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

ঠিকানা রিপোর্ট : হ্যাপি নিউ ইয়ার ২০২৩, স্বাগত ২০২৩। বিদায় ২০২২। পুরোনো সকল জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুনকে বরণ করে নেওয়ার সময় এসেছে। ১ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য থার্টি ফার্স্ট নাইটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটিতে আয়োজন করা হয়েছে বল ড্রপের অনুষ্ঠান। রয়েছে ফায়ার ওয়ার্কসের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কাউন্টি ও সিটিতে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিও নিজেদের মতো করে অনুষ্ঠানের আয়োজন করেছে। ২০২০ সালে করোনা শুরু হওয়ার পর ২০২১ ও ২০২২ সালের বর্ষবরণ অনুষ্ঠান সীমিত পরিসরে হয়। এবার করোনার প্রাদুর্ভাব তেমন নেই। যদিও করোনা একেবারে চলে যায়নি, এখনো নতুন করে কিছুসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ কারণে মানুষ সতর্কতার মধ্যে রয়েছে। তাই যারা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেবেন, তাদেরকে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে।
এবার ব্যাপক পরিসরে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান হবে। সেই সঙ্গে বিভিন্ন এলাকার স্ট্রিটে আলোকসজ্জা করা হয়েছে। ক্রিসমাসের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে বেড়াতে গেছেন। লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। বৈরী আবহাওয়ার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। অনেক মানুষ রাস্তায় বরফের মধ্যে আটকা পড়েন। তাই বৈরী আবহাওয়ার কারণে মানুষকে ঘর থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে বছরের শেষ দিনটিতে আবহাওয়ার কারণে অনেক মানুষের আনন্দ বেদনায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে। এখনো ঠান্ডার প্রকোপ রয়েছে। এ কারণে মানুষের জীবন স্বাভাবিক হতে সময় লাগবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
তবু হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে জমে উঠেছে উৎসবের কেনাকাটা। বিভিন্ন শপিংমলে কেনাকাটায় ব্যস্ত মানুষ। বড় বড় চেইন শপগুলো তাদের জিনিসপত্রের ওপর ছাড় দিচ্ছে। ঠান্ডা ও বৈরী আবহাওয়ার কারণে অনেকেই সব কেনাকাটা শেষ করতে পারেননি। তাই শেষ মুহূর্তে বিভিন্ন চেইন শপে উপচে পড়া ভিড় লক্ষণীয়।
নিউইয়র্ক সিটিতে নববর্ষের আগের দিন ৩১ ডিসেম্বর রাতে অনেক অনুষ্ঠান রয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত NYCNewYears.com হলো নববর্ষের প্রাক্কালে পার্টির সবচেয়ে বড় সংগঠক, যারা শহরের নামীদামি নাইটক্লাব, প্রিমিয়ার লাউঞ্জ, ইভেন্ট স্পেস, আকর্ষণীয় স্থান, রেস্তোরাঁ এবং বারের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রয়োজনীয় সহায়তা করে থাকে। উৎসবপ্রেমীরা বন্ধু, পরিবার বা প্রিয়জনদের সঙ্গে নববর্ষের আগের দিন উদযাপন উপভোগ করার জন্য যেকোনো অনুষ্ঠান পছন্দ করতে পারেন।
থার্টি ফার্স্ট নাইটের জিরো আওয়ারে রয়েছে টাইম স্কয়ারে বল ড্রপ অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির মেয়র প্রতিবছর এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবারও বর্তমান মেয়রের এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। হাজার হাজার মানুষ এই বল ড্রপ অনুষ্ঠানে যোগ দেবেন। খ্যাতনামা শিল্পীরাও যোগ দেবেন। এই বল ড্রপ অনুষ্ঠান আশপাশের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকে বসেও দেখা যাবে। এই অনুষ্ঠানের জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। এ ছাড়া রয়েছে নৌভ্রমণের আয়োজন।
এদিকে নিউইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্টে থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণ উপলক্ষে নানা রকমের খাবারের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে মানুষজন সেখানে ডিনারে যাওয়ার পরিকল্পনা করছেন। কেনাকাটা, বাইরে খাওয়াদাওয়া ছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে এই অনুষ্ঠান উদযাপন করবেন। ঘরোয়াভাবেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করছে। শো টাইম মিউজিকের ব্যানারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।