ঠিকানা রিপোর্ট : বছর আসে, বছর যায়। মানুষ নতুন করে স্বপ্ন দেখে- আবার নতুন বছর আসে। দেহে যতক্ষণ প্রাণ থাকে মানুষের এই স্বপ্ন দেখা চলতেই থাকে। চলে গেল যে বছর সে বছর জন্ম দিয়েছিল নানান ঘটনার। অন্যান্য বছরগুলোর মতোই ২০২২ ছিল নানা কারণে আলোচনা এবং সমালোচনায়। আবার জাতীয় জীবনেও বড় ধরনের অর্জন ছিল লক্ষ্য করার মতো। প্রবাসেও অনেক চড়াই-উৎরাই ছিল। সবকিছুকে পেছনে ফেলে নতুন বছর এসেছে। আর নতুন বছর সবার হাসি-আনন্দে কাটুক, এই প্রত্যাশা সবার।

নিউইয়র্কে প্রতিবছরের মত ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ৩১ ডিসেম্বর শনিবার থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণের জমকালো অনুষ্ঠান হয়েছে। সারা বিশ্বের পর্যটক ও আমেরিকানরা এই অনুষ্ঠানে যোগ দেন। প্রবাসী বাংলাদেশিরা টাইম স্কয়ারের অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া প্রবাসে বিভিন্ন সংগঠন নানান অনুষ্ঠানের মাধ্যমে খ্রিস্টিয় নতুন বছর ২০২৩-কে বরণ করে নিয়েছে। সপরিবারে এসব অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।
প্রবাসী মতলব সমিতি : প্রবাসী মতলব সমিতির উদ্যোগে জাঁকজমকপুর্ণভাবে নববর্ষ উদযাপন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১ জানুয়ারি রোববার সন্ধ্যায়। সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী মতলব সমিতির সভাপতি মো. রবিউল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দিন পাটওয়ারী সোহেল।
সংক্ষিপ্ত বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, প্রধান উপদেষ্টা ফারুক মজুমদার, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং আন্তর্জাতিক সম্পাদক মো. জাহিদুর রহমান।
মিরসরাই অ্যাসোসিয়েশন : জমজমাট পরিবেশে গান বাজনায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। নিউইয়র্কের জ্যামাইকায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফ ভুইয়া অতিথীদের স্বাগত জানান। পরে গান পরিবেশন করেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক নাসরিন খন্দকার। সেই সাথে ছিলো নাচ ও কৌতুক।

নতুন বছরের সবাইকে আরো ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান সমিতির অন্যতম সদস্য তাহমিনা আক্তার কলি। অনুষ্ঠান শেষে মজার মজার খাবারেরও আয়োজন ছিলো। মিরসরাইবাসী প্রত্যাশা করেন- নতুন বছর আরো সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তাহের মিয়া, মাইনউদ্দিন খন্দকার, জি এম মোর্শেদ, শান্তু বিশ্বাস, নুরচ্ছাবা পুর্নিমা, সুলতানা আক্তার লাকী প্রমুখ।
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন : নিউইয়র্কে নতুন প্রজন্মের অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন করেছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ যুক্তরাষ্ট্র। ৩০ ডিসেম্বর শুক্রবার জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট পার্টি সেন্টারে আয়োজিত বর্ণিল এ উৎসবে ছিল বিজয়ের আলোচনাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। রাজবাড়ীবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে যোগ দেন এ উৎসবে।
বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মোহাম্মদ ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার সৈয়দ নাজমুল হাসান, অধ্যাপক আরিফুজ্জামান আরিফ।

ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনজুরুল হক শামীম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান থেকে সংগঠনের সদস্য সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে এতে অংশগ্রহণ করার জন্য অতিথিসহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ জানান।
রাজবাড়ীবাসীর এ মিলনমেলায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। শিল্পীদের মধ্যে ছিলেন আতিক, করিম, সুনিয়া প্রমুখ। আবৃত্তি করেন ফেরদৌসী সুলতানা ও আরিফুজ্জামান আরিফ।
