স্বামী হারালেন অভিনেত্রী আনোয়ারা

ঠিকানা অনলাইন : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম মারা গেছেন৷

আজ ১০ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৩টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি।

শুক্রবার সকালে মুক্তি বলেন, বাবা ভোর ৩টা ১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন। বাবার পরকালীন শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।

দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল তার। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দেন।

ঠিকানা/এসআর