স্মার্ট টেক আইটি সলিউশন আয়োজনে পিঠা উৎসব

নিউইয়র্ক : স্মার্ট টেক আইটি সলিউশনের আয়োজনে পিঠা উৎসবে আয়োজকরা।

ঠিকানা রিপোর্ট : স্মার্ট টেক আইটি সলিউশনের (Smart Tech IT Solutions) উদ্যোগে গত ১০ ডিসেম্বর শনিবার কুইন্স প্যালেসে হয়ে গেল পিঠা উৎসব ও প্রতিযোগিতা। এটি স্মার্ট টেক আইটি সলিউশনের পক্ষ থেকে একটি ভিন্ন ধর্মী আয়োজন।
আয়োজক কমিটি প্রধান আহ্বায়ক আব্দুস সোবহান বলেণ, স্মার্ট টেক আইটি সলিউশন মূলত আইটি সফটওয়্যার টেস্টিং প্রশিক্ষণ দিয়ে থাকে। দেশীয় সংস্কৃতির বাঙালি ঐতিহ্য সবার মাঝে তুলে ধরার জন্য আয়োজন করা হয় ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানের।
কনকনে শীত ও পারিবারিক অসুস্থতার উপেক্ষা করে পিঠা প্রেমী মানুষের এক অভূর্তপূর্ব সাড়া ছিল কুইন্স প্যালেসে। ইনডোর প্রোগ্রাম হওয়ায় ছোট বড়ট সকলে এই মেলায় অংশগ্রহণ করে। মেলার স্টলগুলোতে বাংলাদেশি সব এলাকার পিঠা প্রদর্শিত হয়। যার মধ্যে উল্লেখ্যযোগ্য- পাটি শাপটা, ডিম চিতই, নকশি পিঠা, নারিকেল কলি, ভিজা পিঠা, দুধ কলি, মিষ্টিসহ হরেক রকম পিঠা। এসব পিঠা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নিউইয়র্কবাসী।
এই অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুস সোবহান, সিইও সরওয়ার আহমেদ ও পরিচালক সাইদুর রহমান লিটন। উপস্থাপনায় ছিলেন স্মার্ট টেক আইটি সলিউশন স্টুডেন্ট ফারহিন তাহা। পিঠা মেলায় আগত অতিথিদের জন্য পুরো সময়জুড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ ও প্রবাসের নামকরা শিল্পী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, রিজিয়া পারভীন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, জনী ও স্মার্ট টেক আইটি সলিউশন নিজস্ব শিল্পীরা গান পরিবেশনন করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে মেয়র এরিক অ্যাডামসের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, অ্যার্টনি মঈন চৌধুরী, সিপিএ সারোয়ার চৌধুরী, সিপিএ চিশতী, এবিসিএইচ অ্যাডমিন জাহিদ করিম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্টের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জয়, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পিঠা প্রতিযোগিতার বিচারকদের ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
সর্বশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রর ১ম পুরস্কার গোল্ড চেইন স্পন্সর বাই বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রাজা রাব্বী ও ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট; ২য় পুরস্কার ল্যাপটপ স্পন্সর বাই টিডিএস ইন্স্যুরেন্স ব্রোকারেজ; ৩য় পুরস্কার ল্যাপটপ স্পন্সর বাই প্রাইম রিয়েল এস্টেট; ৪র্থ পুরস্কার সাউন্ড সিস্টেম ও হোম থিয়েটার স্পন্সর বাই অ্যার্টনী মঈন চৌধুরী এবং ৫ম পুরস্কার ছিল স্মার্ট ফোন স্পন্সর বাই তারেক হাসান খান। এয়াড়াও আরো ৪টি পুরস্কার প্রদান করা হয়।