আহম্মদ হোসেন বাবু
ধানের নাড়ায় জমেছে শিশিরকণা
মায়ের গালে গাল ঠেকিয়ে স্বর্গসুখ,
বিজয়ের গান দূর থেকে যায় শোনা
মনে পড়ে যায় একাত্তরের দুখ।
মাটির জন্যে মায়ের জন্যে ওরা
রাইফেল কাঁধে ছুটেছিল মাঠে-বনে,
সেই বলিদান ভুলিনি ভুলিনি মোরা
শ্রদ্ধা জানাই বিজয়ের এই ক্ষণে।
শকুনের দল আজো তৎপর আছে
দেশ ও বিদেশে করে কারসাজি যত
পাকিস্তানের স্বপ্নচোখের মাঝে
ওরা কখনোই হবে না তোমার মতো।
বুদ্ধিজীবীর হত্যাকাণ্ড ছিল
জাতীয় জীবনে এক বড় হাহাকার,
তরুণসমাজ তাদের চেতনা নিল
নিল শপথ সোনার বাংলা গড়ার।
যুদ্ধের এই গল্প যেন না থামে
রাজাকার-আলবদরের কথা বলো
প্রজন্ম যেন ভুল পথে নাহি নামে
ওদেরকে নিয়ে সঠিক দিশায় চলো।
চলো চলো জয় বাংলা তোমরা বলো
ডিজিটাল দেশ হয়েছে অনেক আগে
স্মার্ট দেশের স্লোগান তোমরা তোলো।