ঠিকানা অনলাইন : রাশিয়ার ইস্কিটিমকা নদীর পানি হঠাৎ লাল রঙে পরিণত হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
পরিবেশবিজ্ঞানীরা দাবি করছেন, কোনো প্রাকৃতিক কারণে নয়, ইস্কিটিমকা নদীর পানি প্রবল দূষণের কারণে লাল হয়েছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ইস্কিটিমকা নদীটি রাশিয়ার বেশ কয়েকটি নদীর মধ্যে অন্যতম, যার পানি রহস্যময় লালে পরিণত হয়েছে। নদীর পানির হঠাৎ এমন রং পরিবর্তন বেশ চিন্তায় ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইস্কিটিমকা নদীর এই পানির ভিডিও ভাইরাল হয়। তার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রুশ সরকার। নদীর এমন রং পরিবর্তন হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিজ্ঞানীরা।
ঠিকানা/এনআই