ঠিকানা অনলাইন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে তার ক্রেমলিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। তবে এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রেমলিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে পুতিনের বাসভবনকে লক্ষ্য বানিয়ে দুটি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন। এই হামলা পরিকল্পিত সন্ত্রাসী কাজ এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের জীবনের ওপর আঘাতের প্রচেষ্টা বলে মনে করছে দেশটি।
বর্তমান বিশ্বের সুপারপাওয়ার রাশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর চালানো এ হামলাকে অবিশ্বাস্য এবং স্পর্ধার সীমাহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেছেন মস্কোর কর্মকর্তারা।
ক্রেমলিনের গণমাধ্যম বিভাগ বলছে, মনুষ্যবিহীন দুটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে রুশ সামরিক বাহিনী ও স্পেশাল সার্ভিস রাডার ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। এতে কেউ হতাহত হয়নি। বস্তুগত কোনো ক্ষতির তথ্যও মেলেনি।
এদিকে কিয়েভের এই হামলার জবাবে রাশিয়া যেকোনো স্থানে এবং উপযুক্ত সময়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে। যদিও প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে নভো-ওগোরিওভো বাসভবনে ছিলেন বলে জানা গেছে।
এদিকে প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিরাপদে আছেন। ড্রোন হামলার কারণে তার দৈনন্দিন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
ঠিকানা/এনআই