হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে শ্যামলী পরিবহনের বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এসময় আহত হন আরও ৪ জন।
পরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় ফরহাদ নামে আরেকজনের মৃত্যু হয়। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।