নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক গত ৭ অক্টোবর রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মহিবুর রহমান বারভুইয়া ।
নব নির্বাচিত সভাপতি মূলধারার রাজনীতিবিদ, হেলডন নিউজার্সীর কমিশনার দেওয়ান বজলু চৌধুরী, ২য় বারের মত সেক্রেটারি সৈয়দ নোমান ও তাদের কমিটিকে বিদায়ী সভাপতি আশিকুর রহমান ফুল দিয়ে বরণ করেনএবং নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেট এর কন্সাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী ,জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি জনাব বদরুল খান , শামীম গফুরসহ বিভিন্ন সংগঠনের আমন্ত্রীত নেত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়া ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিবুর রহমান বারভুইয়া, সৈয়দ আ: ওয়াহেদ,জকি চৌধুরী, ইন্জি: হাবিবুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন, সাফি উদ্দিন তালুকদার, আজদু মিয়া,সাব্বির কাজী , এম. আলমগীর মিয়া, মিয়া মো: আছকির, শেখ জামাল হোসেন। সুদুর আলবেনি ও মিশিগান থেকে উপস্থিত হন মাজহারুল ইসলাম রিপন ও আলীরাজা। অনুষ্ঠানের প্রারম্ভে সমিতির ওয়েব সাইট উদ্বোধন করা হয় ও নন প্রফিট হিসেবে নিবন্ধিত করন সম্পর্কে ধারণা প্রদান করেন সেক্রেটারী সৈয়দ নোমান।
শেষে সভাপতির বক্তব্যে দেওয়ান বজলু বলেন, তার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবেন এবং হবিগঞ্জবাসীর সংগে কমিটির সকলে মিলে একটা সৌহার্দ্য পূর্ণ অবস্থান সৃষ্টির চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। পরিশেষে ধন্যবাদ জানিয়ে সভাপতি দেওয়ান বজলু সকলকে নৈশ ভোজের আমন্ত্রণ এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
হলভর্তি হবিগঞ্জবাসীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রায়ান তাজ ও তার স্ত্রী প্রমি তাজ। প্রেস বিজ্ঞপ্তি।