হবু মায়েদের পোশাক নিয়ে যা বললেন আলিয়া

আলিয়া ভাট/ ফেসবুক

ঠিকানা অনলাইন : শিগগিরই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অন্তঃসত্ত্বাকালীন নিজে যে ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন সেটি প্রায়ই তিনি জানান অনলাইনমাধ্যমে।

নিজের অনুভূতি থেকে হবু মায়েদের জন্য এক নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি হবু মায়েদের জন্য পোশাক আনতে চাচ্ছেন। অন্তঃসত্ত্বাকালে আলিয়ার ফ্যাশন নেট–দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিচ্ছে। নানা ধারার পোশাকে দেখা যাচ্ছে তাকে। শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘অ্যাড-অ্যা-মাম্মা’র তিনি প্রতিষ্ঠাতা ও কর্ণধার। ২০২০ সালের অক্টোবরে আলিয়া এই ব্র্যান্ডটি শুরু করেন। এবার হবু মায়েদের পোশাক আনার ঘোষণা দিলেন তিনি।

এবার হবু মায়েদের কথা ভেবে পোশাকের নতুন ব্র্যান্ড চালু করতে চলেছেন আলিয়া। গত ৩০ সেপ্টেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হবু মায়েদের জন্য পোশাক আনছেন তিনি।

আলিয়া তার পোস্টে লিখেছেন, ‘দুই বছর আগে আমি শিশুদের পোশাকের ব্র্যান্ড শুরু করেছিলাম। তখন সবাই আমাকে প্রশ্ন করেছিল, এটা আমি কেন করছি। কারণ, আমার তো বাচ্চা নেই। এখন আমি হবু মায়েদের জন্য পোশাক নিয়ে আসতে চলেছি। মনে হয়, এখন আর আমাকে কেউ প্রশ্ন করবে না, আমি এটা কেন করছি।’

আলিয়া তার পোস্টে আরও লিখেছেন, ‘এর আগে কখনো মাতৃত্বকালীন পোশাক কিনিনি। কিন্তু এখন এ ধরনের পোশাক কেনাকাটা করছি। আমি সত্যি অভিভূত হয়েছি। আপনি ভাবতেই পারেন না যে অন্তঃসত্ত্বা হওয়ার পর আপনাকে দেখতে কেমন লাগবে। তখন পছন্দের পোশাক না পেলে অদ্ভুত এক অবসাদ ঘিরে ধরে।’

পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই এক দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আলিয়া। তার অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এদিকে আলিয়া অভিনীত ও তার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বলিউডের সবচেয়ে দামি নায়িকার তালিকায় আলিয়ার নাম ওপরের দিকে আছে।

ঠিকানা/এসআর