ঠিকানা ডেস্ক: একটি ডাম্প ট্রাকের সাথে পঞ্চম গ্রেডার ঠাসা একটি স্কুল বাসের ধাক্কায় এক শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুর মধ্য দিয়ে ফিল্ড ট্রিপের (মাঠ ভ্রমণের) আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিউজার্সি ইন্টারস্টেটে এক অনাকাঙ্খিত প্রাণহানি সংঘটিত হয়েছে বলে ১৮ মে জানা গেছে।
পুলিশ কর্মকর্তাগণ জানান, প্যারামাউসের ইস্ট ব্রুক মিডল স্কুলের ৩৮ জন ছাত্র-ছাত্রী, ৬ জন শিক্ষক-কর্মচারি ও চালকসহ সর্বমোট ৪৫ জনকে নিয়ে বাসটি মাঠ ভ্রমণে যাত্রা করেছিল। অথচ স্টানহোপের নিকটবর্তী আই-৮০ তে ডাম্প ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি যেন আকাশে উড়ে বেসামাল বেগে মাটিতে পতিত হয় এবং সবকিছু চুরমার হয়ে যায়। এগার বছর বয়সী প্রত্যক্ষদর্শী থিয়ো আনেভস্কি জানায়, বাসটি চুরমার হওয়ার সাথে সাথে সকলে চেঁচিয়ে চিৎকার ও কান্না জুড়ে দেয়। বাসটি চাকা খুলে যায়, চেসিজ থেকে উপরের অংশ আলাদা হয়ে হাইওয়ের সাইডের ধাতব বস্তুতে আঘাত করে। যাত্রীর আর্ত চিৎকার শুরু করে এবং সীট বেল্ট থেকে ঝুলতে থাকে।
বাসটি পশ্চিম অভিমুখে যাচ্ছিল এবং এর চালক বাহ্যত ওয়াটার ভিলেজে যাওয়ার এক্সিট হারিয়ে ফেলেছিল। বাসটি আঘাত করার সময় চালক সম্ভবত ইউ টার্ন নেয়ার চেষ্টা করেছিল বলে ধারণা করা হয়। বাসের পেছন থেকে একটি ভিন্ন রকমের শব্দও আনেভস্কি শুনতে পেয়েছিল বলে জানায়। উদ্ধারকর্মীরা আহতদের মরিস টাউন মেডিক্যাল সেন্টারে নিয়ে যায় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। মরিস কাউন্টি ইমার্জেন্সী ম্যানেজমেন্ট দপ্তরের পরিচালক জেফ পাউল বলেন, দুর্ঘটনা স্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। আমি দুর্ঘটনা স্থলে পৌঁছে বালক-বালিকাদের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি। তিনি বলেন,রোগীর সংখ্যা এত বেশি ছিল যে অনেককে মেঝেতে শুইয়ে রাখা হয়েছিল।
নিউজার্সীর গভর্নর ফিল মার্ফী নিশ্চিত করেন যে ১জন ছাত্র ও পঞ্চম গ্রেড ইন্সট্রাক্টও জেনিফার ম্যারি উইলিয়ামসন মারা গিয়েছেন। তিনি আরও জানান যে কয়েকজন কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। নিউজার্সী স্টেট পুলিশ এবং দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটী বোর্ড সব কিছু খতিয়ে দেখছে। লাল রঙের ডাম্প ট্রাকটি বেলেভিলে ভিত্তিক মেন্ডেজ ট্রাকিংয়ের সাথে রেজিস্ট্রিকৃত বলে জানা গেছে।