আহদ হাসান কামেল প্রথম সৌদি অভিনেত্রী হিসেবে হলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ বছরের প্রথমে এই ৩৭ বছরের অভিনেত্রী যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র তৈরি প্রতিষ্ঠান নেটফিক্সের মাধ্যমে অভিনয় শুরু করেন। জেদ্দায় কামেল চলচ্চিত্র তৈরি করে থাকেন। বিবিসি টু’তে ‘কোলাটেরাল’ সিরিজে তিনি অভিনয় করেছেন। ১৯৮০ সালের ১৪ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
হলিউডে তিনি একটি হরর ফিল্মে অভিনয় করবেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ডগলাস সি উইলিয়াম। এ বছরেই মুক্তি পাবে চলচ্চিত্রটি। এ ছাড়া ভোগ আরাবিয়া সাময়িকীতে কামেলের সরব উপস্থিতি ছিল। আল-আরাবিয়া।