হাজির জয়া আহসান

জয়া আহসান

ঠিকানা অনলাইন : আইফার এবারের আসরে আবুধাবিতে বসেছিল তারার মেলা। আর সেই তারার মেলায় হাজির ছিলেন আমাদের দেশের উজ্জ্বল তারা জয়া আহসান। সম্প্রতি তিনি কাজ করেছেন বলিউডের ছবিতে। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবিটির প্রাথমিক নাম ‘কড়ক সিং’।

সিনেমায় তার সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘি প্রমুখ। জয়াকে দেখা গেছে হালের আলোচিত বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গেও।

এদিকে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পাবে আগামী ২ জুন। ছবির প্রচারে বাংলাদেশি অভিনেত্রী ছিলেন কলকাতায়। ফটোশুটে অংশ নিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।

ঠিকানা/এম