হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে বাইডেন

ঠিকানা অনলাইন : নানা শঙ্কা আর ভয়ের মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া খবরে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের ফল প্রকাশে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২০৯টিতে এগিয়ে আছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ১১৮টিতে। তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় এখন পর্যন্ত পাওয়া ফলে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য বলে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টিনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনো। আমরা অপেক্ষা করব।’

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যদি প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিষ্কার না হয়, ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন সে ক্ষেত্রে নিজের পরিকল্পনা কী হবে, তা জানাননি। তবে তিনি বলেছেন, নিজে প্রস্তুত হওয়ার পর এ ব্যাপারে জানাবেন।

রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবর, ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই একই চিত্র পরিলক্ষিত।
মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এপি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, ইন্ডিয়ানা ও কেন্টাকিতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। কেন্টাকিতে ১১ ইলেক্টোরাল ভোটের ফলাফল জানা গেছে। যেখানে ট্রাম্প ৮ ও বাইডেন ৩টিতে জয়ী হয়েছেন।

ভারমন্টের ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বাইডেন।

সিএনএন ও এনবিসি নিউজের পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।

এছাড়া বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এপির আগাম ফলাফল বলা হয়েছে, ১১ ইলেক্টোরাল ভোটের মধ্যে ট্রাম্প ৮ ও বাইডেন ৩টিতে জয়ী হয়েছেন। কেন্টাকিতে ট্রাম্প জয়ী হয়েছেন।

ভার্জিনিয়ায় জয় পেয়েছেন বাইডেন। সেখানে ১৩টি ইলেকটোরাল কলেজ ভোটে বেশিভাগই পেয়েছেন বাইডেন।

তবে ওয়েস্ট ভার্জিনিয়ার ৫টি এবং সাউথ ক্যারোলিনার ৯টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন ট্রাম্প।

কেন্টাকি আর ইন্ডিয়ানা জয়ের পর পর টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, সারা দেশে আমরা সত্যিই খুব ভালো অবস্থানে আছি। ধন্যবাদ সবাইকে।

তবে ট্রাম্পের এই টুইটে মনোবল হারানি প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

তিনি বলেছেন, মনে হয় আমরা ভালো করছি। ব্লু ওয়াল পুনরুদ্ধার করতে যাচ্ছি আমরা।

উল্লেখ্য পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনের মতো মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ব্লু ওয়াল নামে পরিচিত।

এদিকে সিএনএনের পূর্বাভাস, ম্যাসাচুয়েটস, ডেলাওয়ার, ডিসট্রিক্ট অব কলাম্বিয়া এবং ম্যারিল্যান্ড জিততে চলেছে বাইডেন।

অপরদিকে ওকলাহোমাতে জয় পেতে যাচ্ছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে সাতটার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হবে বেশিরভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হবে আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।

জানা গেছে, ভোটগ্রহণ একদিনেই শেষ হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন তা জানতেকয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দেয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সব ভোট গণনা শেষ হতে অনেক দেরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

ঠিকানা/এসআর