হাতির আক্রমণে প্রাণ গেল কুলাউড়া ছাত্রদলের সাবেক সভাপতি শামীমের

ঢাকা: হাতির আক্রমণে প্রাণ হারালেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজমল আলী শামীম (৪৬)।তিনি কুলাউড়া পৌর এলাকার মাগুরার বাসিন্দা আমজদ আলীর একমাত্র পুত্র।

মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নে গাজীপুর-ফুলতলা রোডে দিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতী আক্রমণ করলে সে নিখোঁজ ছিলো। অবশেষে বুধবার ভোরে তার লাশ পাশ্ববর্তী জুড়ী উপজেলার সিমান্তবর্তী সাগরনাল চা বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়।জুড়ী থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শামীমের সঙ্গী শাহীন চৌধুরী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দুজন মোটরসাইকেল যোগে ওই রাস্তা দিয়ে ফুলতলা থেকে কুলাউড়া আসছিলেন। এসময় হঠাৎ একটি হাতি তাদের মোটর সাইকেলের উপরের হামলা চালায়। পরে হাতির ভয়ে সাইকেল রেখে দুজন দুদিকে দৌড়ে পালিয়ে যান। শাহীন চৌধুরী সেখান থেকে প্রাণে বেঁচে আসলেও শামীম রাতভর নিঁখোজ ছিলো। পরে শাহীনের দেয়া তথ্য মতে পুলিশ ও পরিবারের লোকজন রাতেই ওই পাহাড়ে রওনা দেন। কিন্তু গাজীপুর বনবিভাগ নিরাপত্তার স্বার্থে শামীমের খোঁজে রাতে ওই পাহাড়ে যেতে তাদের বারণ করেন। পরে ভোরে শামীমের লাশ খুঁজে পান তারা।

জুড়ী থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, হাতির আক্রমনেই তার মৃত্যু হয়েছে। লাশের বুকে ও মাথায় হাতির পায়ের ছাপ রয়েছে। হাতির আক্রমনেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে হাতির আক্রমণের ঘটনায় কুলাউড়া বন বিভাগ ওই রাস্তাটি জনসাধারণের চলাচল না করার জন্য সাইনবোর্ড টানিয়ে বন্ধ ঘোষনা করেন। কুলাউড়া রেঞ্জের সহযোগি রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন জানান, ঘটনাস্থলে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের সাবেক মেম্বার ফরিদ আলীর হাতি অবস্থান রয়েছে। কুলাউড়া গাজীপুর ফুলতলা সড়কে রাতে জনসাধারণকে সতর্ক হয়ে চলাফেরা করতে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর (সোমবার) রাতে একই স্থানে দুটি হাতি হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাংচুর করে এবং ১০ জন লোক আহত হলে কুলাউড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।