ঠিকানা অনলাইন : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মনিরুল ইসলাম নামের এক পর্যটক তার স্ত্রীকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন। এ সময় তার স্ত্রী নুরে জান্নাত সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে ওই সমুদ্রসৈকতে জিরোপয়েন্ট ফ্রাই মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মনিরুলকে হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি তার স্ত্রী নুরে জান্নাতকে।
মনিরুল গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম বরগুনার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন এবং পাঁচ দিন আগে তাদের বিয়ে হয়েছে। মঙ্গলবার তিনি স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসে তাজ হোটেলে ওঠেন। সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে সৈকতে ঘুরতে যান। ঘোরাঘুরির পর তিনি রুমে ফিরে আসেন। পরে স্ত্রীর অনুরোধে তিনি আবারও সৈকতে যান। সৈকতের জিরোপয়েন্টের ফ্রাই মার্কেটের সামনে গেলে ৪ থেকে ৫ জন লোক তার ওপর হামলা করেন। এ সময় তার স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যান।
হামলাকারীদের মধ্যে তার স্ত্রীর সাবেক প্রেমিক ছিলেন বলে দাবি করেন মনিরুল।
সৈকতের আচার দোকানিদের প্রত্যক্ষদর্শী খায়রুল নামের একজন জানান, আমি তাদের স্বামী-স্ত্রীকে সৈকতে নামতে দেখেছি। কিছুক্ষণ পরেই দেখি ওই লোক রক্তাক্ত কয়েকজনকে নিয়ে পুলিশ বক্সে এসেছেন।
নুরে জান্নাতের বাবা হারুন অর-রশিদ মোবাইলফোনে জানান, আমরা ঘটনা শোনার সঙ্গে চলে এসেছি। আমার মেয়ে এখন কোথায় আছে তা এখনও জানতে পারিনি। মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আমরা পারিবারিকভাবে বিষয়টি দেখবো।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে, কিন্তু তার স্ত্রীকে পাওয়া যায়নি। মনিরুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা/এসআর