হার্ভার্ড সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বস্টন থেকে প্রতাপ চন্দ্র শীল : গত ১২ মে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার উপর দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সিটিউট (আইএসডিআই) এবং হার্ভার্ড কেনেডি স্কুলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যৌথভাবে সেমিনার আয়োজন করে। স্থিতিশীল অর্থনৈতিক দিক থেকে বিগত এক দশকে অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখে নিজেকে বিশ্বে উন্নতির সোপান অতিক্রম করে। নিজের মাতৃ ভাষায় কথা বলার অধিকার থেকে নির্দিষ্ট ভূখন্ড, সমুদ্রসীমা, উন্নয়নশীল দেশের কার্যক্রমের ধারাবাহিকতায় জাতি সংঘের স্বীকৃতি এবং সম্প্রতি মহাকাশ বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ । সেমিনারে অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী উদ্যোক্তা বিনিয়োগকারী, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, গবেষক, বেসরকারি পদস্থ কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সবার চোখে মুখে ফুটে ওঠেছে আগামী দিনের স্থিতিশীল উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশের কাতারে বাংলাদেশের প্রতিচ্ছবি । সেমিনারের শুরুতে আগত অতিথি ও অংশগ্রহণকারী সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার আনুরোধ করেন সেমিনারের প্রধান সমন্বয়ক ইকবাল ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন টাফস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকলাশ সলয়ভান ও সেমিনারের অন্যতম সমন্বয়কারী হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক ডঃ ইকবাল কাদির। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী সেমিনারের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়ের মুখ্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সামস্টিক অর্থনীতির প্রতিশ্রুতি ও সংস্কার, সরাসরি বিদেশী বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চলগুলোর সম্ভাবনা, বিদ্যুৎ উৎপাদনে গতিশীলতার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, নারীদের সম্পৃক্তা আরো বৃদ্ধি এবং নারী নেতৃত্বের বিকাশ, তথ্য প্রযুক্তির প্রসার অন্যতম। প্রতিপাদ্য বিষয়গুলোর উপর মুখ্য আলোচক হিসাবে তথ্য উপাত্তসহ আলোকচিত্র সম্বলিত বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি এবং এসডিজি চীপ কোর্ডিনেটর আবুল কালাম আজাদ, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী নাসরুল হামিদ। কি নোট স্পীকার হিসাবে হার্ভার্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিচারস ডিরেক্টর এ্যান্ড সিনিয়র রিচারস ফেলো প্রফেসর ফ্রাংক নেফকি বলেন যে, উন্নয়নশীল দেশে উপনীত হওয়ার আগে ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং থ্যাইলান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যা ছিল তার থেকে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক অনেকাংশেই এগিয়ে আছেন। বাংলাদেশের উন্নয়নের এই গতির চালিকাশক্তি কি এবং বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বাধা বিপত্তি ও ঝুঁকি অতিক্রম করে স্থিতিশীল উন্নয়নে দ্রুত কাজে লাগানো যায় এব্যাপারে যুক্তিসিদ্ধ আলোচনা করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডঃ মশিউর রহমান, বাংলাদেশ ইকোমিক জোনের জেনারেল সেক্রেটারি জামাল উদ্দিন আহমেদ, বিডি নিউজ টুয়ান্টি ফোরের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি, আইনজীবী তাঞ্জিবুল আলম , বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, ব্রুমার এন্ড পার্টনার বাংলাদেশের খালিদ কাদির, আঞ্জেল ইনভেস্টর বাংলাদেশ এন্ড প্রেসিডেন্ট অফ ব্যারেড রক ফান্ডের চার্লস লাছি, এ্যান্টেনা গ্রুপের ডিরেক্টও শরীফ জাহির, বাংলাদেশ ইকনোমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আব্দুল মোনেম ইকোমিক জোনের ডিরেক্টও এ এস এম মাইনুদ্দিন মোনেম, বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভির, এস কে গ্যাস সাউথ কোরিয়ার সিনিয়র ম্যানেজার ইয়ু জিন কিম, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, জিই সাউথ এশিয়ার সিইও দীপেশ নান্দা, মাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম এম আলমগীর, এর্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেজাওনুল কাবীর, মাইক্রোসফ্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সনিয়া বশির কবির, স্কয়ার ফার্মাসিটিক্যালের হেড অব বিজনেস আনিকা চৌধুরী, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ম্যনেজিং ডিরেক্টর আনির চৌধুরী,পলিসি অ্যাডভাইজর বাংলাদেশ প্রাইমিস্টার অফিসের ফারজানা চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর এ্যালিয়েন্স ফর এ্যাফোর্ডএবল ইন্টারনেটের সনিয়া এন জরগে, সহযোগী অধ্যাপক ব্রওন বিশ্ববিদ্যালয় ওয়ারেন এলপার্ট মেডিকেল স্কুলের রুহুল আবিদ, ম্যানেজিং ডিরেক্টর এপনোম্যাটরীর মাশরুফ হাবীব । প্যানেলে মডারেটর হিসাবে ছিলেন মীরা নারায়ানা স্বামী, ফাইনেসিয়েল ইন্সিটিউট গ্রুপ, আহমেদ জুয়াইটার, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার জাদারা ক্যাপিটাল পার্টনার্স, ইকবাল ইউসুফ, নির্বাহী পরিচালক ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন্সিটিউট, রজার ওয়াগ্নার, লিগ্যাল এক্সপার্ট ইন এনার্জি, লিন্ডা হাররার, এক্সিকিউটিভ প্রডিউচার, ডাব্লিও জি বি এইচ এবং প্রফেসর স্টূইয়াট হার্ট, ভারমন্ট বিশ্ববিদ্যালয়। সেমিনারে অংশগ্রহণকারী অন্যতম প্রধান মুখ্য আলোচক বাংলাদেশ থেকে আগত সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিগত নয় বৎসওে বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা , বিদ্যুৎ উৎপাদনে উচ্চ প্রবৃদ্ধি তথা দেশে বিভিন্ন সেক্টরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে উল্লেখ করেন। উন্নয়নশীল দেশের ন্যায় বাংলাদেশেও পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে অংশীদার হয়ার জন্য মন্ত্রী দেশী বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশীদের বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য আহ্বান করেন।
উল্লেখ্য, গত ছয় বছর ধরেই আই এস ডি আই এর উদ্যোগে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির আলোকে বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল সাসটেনবল ডেভেলপমেন্ট ইন্সিটিউটের নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ ঠিকানাকে জানান যে, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা, যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে দেশের উন্নয়নে অংশীদারিত্বে উৎসাহিত করার লক্ষ্য এসব আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন সামিট পাওয়ার, জেনারেল ইলেকট্রনিক্স, মাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আবদুল মোমেন ইকনোমিক জোন, মেঘনা গ্রুপ, হাবীব গ্রুপ ও এনার্জিপ্যাক বাংলাদেশ । এক ঝাঁক উদ্যম শিক্ষার্থী এবং যাদের অক্লান্ত নিরালস পরিশ্রমে দিনব্যাপী সেমিনারটির সুসম্পন্ন হয়েছে তারা হলেন, বারনালি রাশিদ, ইরফানুল হক, সীয়াম শহিদ নুর, সালমান আলম, হিবাহ আইজায, তাসরিকুল ইসলাম, ইকরামুল হক, শাফকাত উমাইর আহমেদ, মাইশা ওসমান, রিকেস ইবতিসুম, মোঃ আজম ও মিয়াজি । এ ছাড়াও সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডঃ ছিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সৈয়দ হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়াম ীলীগের প্রেসিডেন্ট যুদ্ধাহত মুক্তিযুদ্ধা ইউসুফ চৌধুরী , নিউ ইংল্যান্ড আওয়াম ীলীগের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, সরকারি কর্মকর্তাদের মধ্য জয়েন সেক্রেটারি মকাম্মেল হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মেদ আইয়ুব, জয়েন সেক্রেটারি তহিদুর রহমান খান অন্যতম।