হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ যাত্রা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

ঠিকানা অনলাইন : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হলো না। অল্প রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কার সামনে পেরে উঠল না লাল-সবুজের দল। লঙ্কানদের কাছে বড় হারে শুরু হলো বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ যাত্রা। ১২ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে বিশ্বকাপের এক নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপে এই নিয়ে টানা ১৩ ম্যাচ হারল বাংলাদেশ। সব মিলিয়ে ১৭ ম্যাচে জয় মাত্র একটি,সেটি ছিল ২০১৪ আসরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। কেপটাউনে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১২৬ রান। জবাব দিতে নেমে শুরুর দিকে কিছুটা বাধা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। হার্শিথা মাদাবি ও নিলাকশি ডি সিলভার জুটিতে ১০ বল হাতে রেখে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।

এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৩২ বলে ২৯ রান করেন সোবহানি মুস্তারিন। ২৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ২০ রান আসে ওপেনার শামিমার ব্যাট থেকে। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। বোলিংয়ে কিছুটা আশার আলো দেখান মারুফা। যদিও সেটা পরে নিভিয়ে দেন লঙ্কানদের শক্ত জুটি হয়ে উইকেটে থিতু হয়ে যাওয়া হার্শিথা মাদাবি ও নিলাকশি। তবে লঙ্কানদের তিন উইকেটের তিনটিই নিয়েছেন মারুফা। ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। শ্রীলঙ্কাকে জেতানো হার্শিথা মাদাবি ওপেনিংয়ে নেমে উপহার দেন ৬৯ রানের ইনিংস। ৪১ রানের ইনিংস খেলেন নিলাকশি।

ঠিকানা/এম