হালের খাতা হালখাতা

আজিজুল হক

নতুন বছরের নতুন খাতা
হালের খাতা হালখাত
মনের কোণে আশার দোলন
রঙিলা জীবন-পাতা।
বিশ্বজুড়ে যুদ্ধ-জ্বরা
বর্ণবাদী সকল কাজ
ঘুচবে নাতো এই বছরে
সভ্যতার নেইকো লাজ।
রোগে শোকে ক্ষুধায় কাতর
শ্রেষ্ঠ সৃষ্টি এই ধরায়
অতি বৃষ্টি ভূমিকম্পে
মানুষ মরে সব ক্ষরায়।
নতুন বছরে নতুন আশা
রাখলে মনে দোষ কি
মনের বীনায় বাজার বীনা
হবেই সাইকোভেস্কি।
ওকলাহোমা।