হাসপাতাল থেকে ফিরলেন বাসায়

ঠিকানা অনলাইন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ নভেম্বর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা ও সাংসদ ফারুক। ৯ দিনের মাথায় তিনি করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরলেন বাসায়।

২৪ নভেম্বর রাতে ফারুকের ব্যক্তিগত সহকারী কাজল মিঁয়া এ অভিনেতার করোনা মুক্ত ও বাসায় ফেরার খবর জানিয়েছেন।

তিন বলেন, পরপর দুবার করোনা টেস্ট করা হলে তাঁর (ফারুক) রেজাল্ট নেগেটিভ আসে৷ ২৪ নভেম্বর রাত ১০ টার দিকেই স্যার (ফারুক) বাসায় ফিরেছেন।

নায়ক ফারুক পুরোপুরিভাবে সুস্থ আছেন। তবে চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী।

এদিকে অভিনেতা ফারুকের মেয়ে তাবাসসুম তুলসির করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। পরিবারের দাবি, বাবার সংস্পর্শ থেকে তার করোনা পজিটিভ এসেছে। তবে হাসপাতাল নয়, এ অভিনেতার মেয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনিও সুস্থ হয়ে উঠছেন।

সিঙ্গাপুর থেকে যক্ষ্মার চিকিৎসা নিয়ে দেশে ফেরার ১৫ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকা ১৭ আসনের এমপি ফারুক। ২০ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর করোনা টেস্ট করিয়ে ৮ নভেম্বর সংসদে গিয়েছিলেন লাঠিয়াল ছবির এই নায়ক। তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। ১৪ নভেম্বর ভাসানটেন সরকারি কলেজে বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন তিনি। পরিবারের ধারণা, সেখান থেকেই নায়ক ফারুক করোনা আক্রান্ত হয়েছিলেন।

ঠিকানা/এসআর